কুড়িগ্রামে শারদীয় দূর্গাপুজার সকল প্রস্তুতি সম্পন্ন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পুজামন্ডপ পরিদর্শন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 9 October, 2024, 5:47 PM
আজ ০৯ অক্টোবর সকালে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে ঢাকে পড়েছে কাঠি। বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা আর কাঁসর ঝনঝন শব্দ। উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারিপাশ। উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। এমন আনন্দঘন পরিবেশে কুড়িগ্রামেও শারদীয় দূর্গাপুজা-২০২৪ এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গতকাল ০৮ অক্টোবর কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা ও পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান বেশ কিছু পুজামন্ডপ পরিদর্শন করেন এবং একই সাথে নিরাপত্তা তদারকি ও বিভিন্ন মন্দিরের খোঁজ খবর নেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। মন্দিরের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের উপস্থিতি ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখা হয়েছে পাশাপাশি স্টান্ডবাই টিম, মোবাইল টিম সহ বিশেষ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
জানা যায়, কুড়িগ্রামে এবার ৪৮৪ টি পূজামন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে । এর মধ্যে কুড়িগ্রাম সদরে ৭৩ টি, রাজারহাটে ১১৬ টি, উলিপুরে ৯৮ টি, চিলমারীতে ২৩ টি, নাগেশ্বরীতে ৮০ টি, ভূরুঙ্গামারীতে ২০ টি, ফুলবাড়ীতে ৬৬ টি, রৌমারীতে ৭টি ও চর রাজিবপুরে ০১টি মন্ডপে পুজা উদযাপনের আয়োজন করা হয়েছে।
পুজামন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়াদির খোঁজ খবর নেন এবং তাদের এই উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নকরণে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।