নোয়াখালীতে বন্যার্তদের মাঝে বুরো বাংলাদেশ খাদ্য সামগ্রী বিতরণ
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Tuesday, 8 October, 2024, 4:25 PM
নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার কয়েকটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ টি পরিরের মাঝে বুরো বাংলাদেশ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। দুপুরে বেগমগঞ্জ উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ৪টি জায়গায় (বেগমগঞ্জ উপজেলার মুক্ত বিহঙ্গ মঞ্চ, রামেন্দ্র উচ্চ বিদ্যালয়, পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ানী ইমামিয়া ফাজিল মাদ্রাসা) দিনব্যাপী এ খাদ্য সামগ্রী (চাউল ১৫ কেজি, আলু ৫ কেজি, ডাউল ১ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, লবন ১ কেজি, ওর স্যালাইন ১০ প্যাকেট, হলুদ, মরিচ, ধনিয়া) বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন পরিচালক (বিশেষ কর্মসূচি) মো. সিরাজুল ইসলাম। সহকারী পরিচালক, (মনিটরিং ও ইনভেস্টিগেশন) খন্দকার মোখলেছুর রহমান। বিভাগীয় ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. আব্দুস ছালাম। সমন্বয়কারী (বিশেষ কর্মসূচি) এস এম এ রাকিব। প্রজেক্ট ম্যানেজার (ওয়াস প্রোগ্রাম) এস জেড এম শাহরিয়া। আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহাদত হোসেন সহ আরো অনেকে।