ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
উলিপুরে নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এম এইচ শাহীন, উলিপুর
প্রকাশ: Wednesday, 2 October, 2024, 1:17 PM

উলিপুরে নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

উলিপুরে নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে বন্যা দুর্গত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে  উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা থেতরাই ইউনিয়নের খারিজা লাটশালা, গোড়াইপিয়ার, রামনিয়াসা , জুয়ান সতরার চর  এলাকায় বন্যায় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজনের মাঝে  চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিড়া ও চিনি বিতরণ করা হয়।

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার সাথে সাথে তাল মিলিয়ে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয় তিস্তা পাড়ের মানুষ। দুর্গম চর অঞ্চলে  বন্যা ও নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। পরে বন্যায় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের ইঞ্জিনিয়ার মোঃ রায়হান রহমান রাজন, উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও ভোরের কাগজ পত্রিকার কাগজ প্রতিবেদক তৈয়বুর রহমান, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও উলিপুর প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক, মাহমুদুল হাসান শাহীন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ,থেতরাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান ৩নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম সহ আরো অনেকে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status