সরবরাহ কমায় একদিনের ব্যবধানে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, রফতানির অনুমতি পাওয়ার পর ইলিশ মজুত করতে শুরু করেছেন আড়তদাররা। এতে সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজার মাছের আড়ত ও কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ভারতে রফতানি করা হবে না ঘোষণা দিয়েও অবশেষে দেশটিতে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে।
রফতানির ঘোষণা দেয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করতে থাকেন নেটিজেনরা। এই আলোচনা থেমে নেই পথ-ঘাটে, কিংবা হাটে-বাজারে। তবে এই সুযোগে রাজধানীসহ দেশের বাজারে বাড়তে শুরু করেছে ইলিশের দাম।
ব্যবসায়ীরা বলছেন, রফতানির অনুমতি পাওয়ার পর ইলিশ মজুত করতে শুরু করেছেন আড়তদাররা। কেউ মজুত করছেন ভারতে পাঠাতে, কেউ আবার সংকটের সময় বিক্রির আশায়। রাজধানীর কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী আকরাম বলেন,
অনেকেই এখন ইলিশ মজুত করা শুরু করেছেন। সামনে দুর্গাপূজা, আবার আগামী মাস থেকে ইলিশ ধরা বন্ধ থাকবে ২২ দিনের জন্য। ইলিশ মজুতের প্রবণতা শুরু হওয়ায় বাজারে সরবরাহ কমছে, ফলে বাড়ছে দাম।
বাজারে ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৩০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৫০০-১৬০০ টাকা ও ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ১২০০-১৩০০ টাকা পর্যন্ত।
ক্রেতারা বলছেন, সরকার রফতানির অনুমতি দিয়েছে, এই সুযোগ ভোক্তার পকেট কাটার নতুন ফন্দি এঁটেছে অসাধু ব্যবসায়ীরা। মাজাহার নামে এক ক্রেতা বলেন, সরকার বলেছিল এবার ইলিশ রফতানি হবে না। তারপরও অনুমতি দেয়া হলো। এখন দেশে দাম বাড়ছে ইলিশের। সাধারণ মানুষের আর ইলিশ খাওয়ার উপায় নেই।
তবে গত ২২ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘সর্বোচ্চ মহলের সিদ্ধান্তের পরই বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে দেশের বাজারে কোনো প্রভাব পড়বে না।’
আর মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। আমাদের কমিটমেন্ট আগের মতোই ইলিশ রফতানির বিপক্ষে। নানা কারণেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছেন। মূলত একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।
তবে ইলিশ রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, দাম বেড়ে যাবে এটাও ঠিক না। অনেক ইলিশ আছে দেশে। গতবারও কম ইলিশ নিয়েছে ভারত। আমরা দেশের মানুষের জন্য ইলিশ খাওয়ানোর পক্ষে। রফতানির বিপক্ষে।