ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
আলোচনায় থাকা পুলিশের ২ সদস্য ৩ দিনের রিমান্ডে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 September, 2024, 9:54 AM

আলোচনায় থাকা পুলিশের ২ সদস্য ৩ দিনের রিমান্ডে

আলোচনায় থাকা পুলিশের ২ সদস্য ৩ দিনের রিমান্ডে

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারমুক্ত ও সংস্কারে আন্দোলনের নেতৃত্ব দেওয়া কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার অপরজন হলেন নায়েক সজিব সরকার। রাজধানীর শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

সোমবার ১৬ সেপ্টেম্বর, তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম মো. মোশাররফ হোসেন তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ আগস্ট থেকে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন কনস্টেবল শোয়াইবুর। আন্দোলনের সামনের সারিতে ছিলেন নায়েক সজিবও।

মামলায় ফেইসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছড়ানোর জন্য উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের গ্রেপ্তারের বিষয়ে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের এক বার্তায় বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

পুলিশ কর্মকর্তারা বলেন, নিজেকে পুলিশ সংস্কার আন্দোলনের সমন্বয়ক দাবি করে পুলিশ সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠাতেন শোয়াইবুর। পুলিশের দাবি দাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকেও তিনি অংশ নেন। পুলিশ নাট্য দলের সদস্য ছিলেন কনস্টেবল শোয়াইবুর। এ দলের সবশেষ পরিবেশনায় শেখ কামাল’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

রিমান্ডের আবেদনের শুনানিতে তদন্ত কর্মকর্তা খায়রুল আদালতে বলেন, আসামিরা ফেইসবুকে উস্কানিমূলক কথা লিখে ও ভিডিও পোস্ট করে পুলিশ বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে পুলিশ বাহিনীর সুনাম নষ্ট করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিনের রিমান্ড প্রয়োজন।

এ সময় বিচারক কনস্টেবল শোয়াইব ও নায়েক সজীব জুলাই ও অগাস্টে কোথায় ডিউটি করেছেন তা জানতে চান। তখন সজীব বলেন, তিনি রাজারবাগ পুলিশ লাইনের গেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। শোয়াইব বলেন, তিনি ওই সময় ডিউটিতে ছিলেন না। তিনি একজন সংস্কৃতি কর্মী, ওই সময় থিয়েটারের নাটকের কাজে ব্যস্ত ছিলেন বলে দাবি করেন।

শোয়াইব আদালতকে বলেন, আজকে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমরা ৫ তারিখের পর কোনো সিনিয়র অফিসারের কাছ থেকে কোনো নির্দেশনা পাচ্ছিলাম না। আমাদেরকে অরক্ষিত রেখে অফিসাররা পালিয়ে গিয়েছিল। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম আমরা কী করব, বউ-বাচ্চা নিয়ে চলে যাওয়ার সময় আমাদেরকে বলল, আমরা আসছি। তবে আর ফিরে আসেননি তারা।

তিনি বলেন, আমরা সেদিন থেকে অল্প কিছু কনস্টেবল রাজারবাগকে জীবন বাজি রেখে রক্ষা করেছি। এসময় শত শত নারী কনস্টেবল রাজারবাগের ভেতরে অরক্ষিত অবস্থায় ছিল।

আদালতে তিনি বলেন, আমরা তৎকালীন আইজি, পুলিশ কমিশনার এর সম্পর্কে বলেছি, তারা কেন আমাদের অরক্ষিত রেখে পালিয়ে গেলেন। এখন যারা কর্তব্য পালন করছেন আমরা তো তাদের বিরুদ্ধে কিছু বলিনি। আমরা স্বাধীন পুলিশ চেয়েছি, পুলিশ কমিশন চেয়েছি।

”আজ সেই অপরাধে আমাদেরকে গ্রপ্তার করা হলো। গতকাল আমাদেরকে গ্রেপ্তার করার পর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেননি।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, “আমরা তাদের পরিবারকে আটকের বিষয়টি অবহিত করেছি।

উভয়পক্ষের বক্তব্য শুনে, আদালতের নির্দেশে শাহজাদপুর থানার জিআরও তার মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করান।

পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।



� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status