ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
বাংলাদেশে চিকিৎসক চিকিৎসা প্রার্থীদের আক্রমণের শিকার হতেই থাকবেন যদি কিছু জিনিস না বদলান
পিনাকী ভট্টাচার্য
প্রকাশ: Monday, 2 September, 2024, 1:31 AM

বাংলাদেশে চিকিৎসক চিকিৎসা প্রার্থীদের আক্রমণের শিকার হতেই থাকবেন যদি কিছু জিনিস না বদলান

বাংলাদেশে চিকিৎসক চিকিৎসা প্রার্থীদের আক্রমণের শিকার হতেই থাকবেন যদি কিছু জিনিস না বদলান

বাংলাদেশে চিকিৎসক চিকিৎসা প্রার্থীদের আক্রমণের শিকার হতেই থাকবেন যদি কিছু জিনিস না বদলান। আমার কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আছে, যারা ধর্মঘট বা কম্পলিট শাট ডাউন করছেন, তারা বিবেচনা করলে আনন্দিত হবো।আপনাদের শাট ডাউন আপনার সমস্যার দীর্ঘমেয়াদে কোন সমাধান দিবেনা। কেন দিবেনা সেটা আলাপ করি প্রথমে। 
                                                 
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একটা মৌলিক খুত হচ্ছে, চিকিৎসকদের কোন একাউন্টেবিলিটি নাই। ভুল চিকিৎসা সারা দুনিয়াতে হয়। একমাত্র বাংলাদেশে ভুল চিকিৎসার জন্য ডাক্তারদের কিছু হয়না। স্বাধীনতার পরে মাত্র একজন চাকমা ডাক্তারের লাইসেন্স বাতিল হয়েছে ভুল চিকিৎসার জন্য। বাংলাদেশের ডাক্তারেরা ভুল চিকিৎসা করে না? গাফিলতি করে না? অবশ্যই করে। সবার ভুল হয়। আমার নিজেরো ভুল হয়। ভুল করলে সব ধর্মে পানাহ চাইতে হয়। ভুলের যদি একনলেজমেন্টই না থাকে, একাউন্টেবিলিটি না থাকে তাহলে যে মনে করছে সে বেইনসাফির শিকার তার কী করার থাকে?

রাষ্ট্র ডাক্তারদের একাউন্টেবল করতে পারে নাই। ডাক্তারেরা মনে করেছে একাউন্টেবল না হতে পারাটা তার সুবিধা। দুনিয়াতে কোন সুবিধা বিনা কারেন্সিতে আসেনা। আপনার একাউন্টেবল হতে না চাওয়ার সুবিধা আপনি এক্সচেঞ্জ করছেন আক্রান্ত হওয়ার সম্ভাবনা দিয়ে। 

আপনি দেশে মেডিক্যাল নেগ্লেজেন্সের জন্য প্রপার একাউন্টেবলিটি প্রতিষ্ঠা করেন, ডাক্তারদের উপরে আক্রমণ ৮০% কমে যাবে। কারণ মানুষ জানবে তার উপরে হওয়া বেইনসাফির বিচার আছে। তার বেদনার কথা কেউ শুনবে।

কিন্তু কোন অবস্থাতেই রোগীর চিকিৎসা বন্ধ করা যায়না। ডাক্তারেরা ধর্মঘটে যেতে পারেনা। ডাক্তারি জীবন মৃত্যু নিয়ে কায়কারবার। এইটা আপনি বন্ধ করতে পারেন না কোন অবস্থাতেই। এতে আপনি গন মানুষ থেকে বিচ্ছিন্ন হন। আপনি একটা ক্রুশিয়াল সার্ভিস প্রোভাইডার হয়ে সেই সার্ভিসকে উইপোনাইজ করতে পারেন না। সারা দুনিয়ায় এটাকে খুব খারাপ চোখে দেখা হয়। 

আপনারা কাজে যোগ দিন। আমি কথা দিচ্ছি আপনাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাব সরকারকে দেবো। সরকার যেন দীর্ঘ মেয়াদে এই সমস্যার সমাধানে হাত দেয়। 

আমার প্রস্তাবে ডাক্তারেরা শুধু একাউন্টেবল হবেনা। ডাক্তারসহ চিকিৎসা কর্মীর উপরে আক্রমনকারীদের কঠোর শাস্তির প্রস্তাব থাকবে। আপনারা যদি ধর্মঘট প্রত্যাহার করেন। আমি একটা দীর্ঘমেয়াদে সমাধানের জন্য কাজ করবো। আমি নিজে ডাক্তার আমি ডাক্তারদের বেদনা বুঝি। আমি গনমানুষের সাথে সম্পৃক্ত আমি তাদের হতাশা বুঝি। আমার প্রস্তাবে আমি উভয়ের জন্য ইনসাফ করবো। দরকার হলে প্রকাশ্যে বিতর্ক করে দুই পক্ষের যুক্তি পালটা যুক্তি শুনবো। আমি কথা দিচ্ছি আমি সুনির্দিষ্ট প্রস্তাব লিখিত আকারে প্রফেসর ইউনুসের কাছে পৌছে দেবো। আমি উনার সাথে কাজ করেছি। উনার কাজের পদ্ধতি জানি। সুনির্দিষ্ট সুপরিকল্পিত প্রস্তাব উনি ফেলে দেবেন না এই বিশ্বাস আমার আছে। 
আপনারা কী ধর্মঘট প্রত্যাহার করবেন?

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status