ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন পঞ্চগড়ের কৃতিসন্তান জাকির হোসেন
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Sunday, 1 September, 2024, 8:50 PM

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন পঞ্চগড়ের কৃতিসন্তান জাকির হোসেন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন পঞ্চগড়ের কৃতিসন্তান জাকির হোসেন

পঞ্চগড়ের কৃতিসন্তান জাকির হোসেন দায়িত্ব পেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে। এই প্রথম পঞ্চগড়ের কোন শিক্ষা ব্যাক্তিত্ব কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে এই দায়িত্ব পেলেন।  ইতিমধ্যে খবরটি পঞ্চগড়ের শিক্ষা অনুরাগী, ছাত্র ছাত্রী সহ সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক শেয়ার ও অভিনন্দিত হয়।

জানা যায় জাকির হোসেন হাড়িভাসা ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া গ্রামের সন্তান।  হাড়িভাসা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম নবীর উদ্দীন স্যারের বড় সন্তান ।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকার কর্তৃক পরবর্তী ভিসি নিয়োগ না দেয়া পর্যন্ত এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের সকল বিভাগীয় চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে অত্র বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজিনেস ম্যানেজমেন্ট অনুষদের কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অদ্য ০১/০৯/২০২৪ ইং তারিখ রোজ রবিবার দায়িত্বভার গ্রহণ করেন।   

পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের শিক্ষার্থী রকি ইসলাম বলেন আমরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করে আসছি। তবে আমরা একজন ভিসি পেয়ে খুবই আনন্দিত। উনার অসামান্য কৃতিত্ব আমাদের শিক্ষায় ও দীক্ষায় অনুপ্রানিত করবে। স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন।

পঞ্চগড় জেলা সমিতি , ঢাকার প্রচার সম্পাদক  নয়ন তানবিরুল বারী বলেন পঞ্চগড়ের প্রত্যন্ত এলাকার একজন মানুষের শেকৃবি এর মতো শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি হওয়ায় পঞ্চগড়বাসী হিসেবে আমরা গর্বিত। পাশাপাশি এ অর্জন সর্বোত্তরের জেলার শিক্ষানুরাগী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর সফলতা কামনা করছি।

পঞ্চগড়ের প্রাণ প্রকৃতি বিষয়ক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কারিগরের প্রধান নির্বাহী ও পঞ্চগড় প্রেস ক্লাবের আহব্বায়ক সরকার হায়দার বলেন পঞ্চগড়ে আবার  গৌরবোজ্জল অধ্যায়  শুরু হয়েছে। এতোদিন নিভু নিভু প্রদীপের মতো কেটে গেছে ১৭ টি বছর । স্যার কে অভিনন্দন ।

মকবুলার রহমান সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বলেন , আমি মকবুলার রহমান সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে , আমি আমার ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে স্যার কে সাধুবাদ জানাই। এটা আমাদের জন্য অনেক গর্বের। স্যারের এই অর্জন পঞ্চগড়ের সাধারন শিক্ষার্থী সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থ দের  জন্য এক অনুস্মরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status