ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদত্যাগ করলেন প্রভাষক সাইফুল ইসলাম
নুর-আমিন,খানসামা
প্রকাশ: Sunday, 18 August, 2024, 6:38 PM
সর্বশেষ আপডেট: Sunday, 18 August, 2024, 6:43 PM

খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদত্যাগ করলেন  প্রভাষক সাইফুল ইসলাম

খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদত্যাগ করলেন প্রভাষক সাইফুল ইসলাম

দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খানসামা ডিগ্রী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক সাইফুল ইসলাম ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর দায়িত্ব পান।  

এরপর গত বৃহস্পতিবার শারিরীক ও পারিবারিক অসুবিধার কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ হতে পদত্যাগ করেন। সেই সঙ্গে একজন জ্যেষ্ঠ প্রভাষককে দায়িত্ব অর্পনের অনুরোধ জানান তিনি।

একই দিনে কলেজের গভর্ণিং বোডিং এর সভাপতি শিবায়ন গোস্বামীর সভাপতিত্বে একটি সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের পদত্যাগের প্রেক্ষিতে গভর্ণিং বোডিং এর সদস্য ছাদেকুল ইসলাম অত্র কলেজের সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক উপজেলা বিএনপির সদস্য জিল্লুর রহমানের নাম প্রস্তাব করেন। উক্ত প্রস্তাবে গভর্ণিং বোডিং এর সদস্য সুবাস দেবনাথ সমর্থন জানান। তার সমর্থনের প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় আজ রোববার (১৮ আগস্ট) সকাল থেকে ফুলে ফুলে সিক্ত হন জিল্লুর রহমান। অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করেন।

সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান বলেন, এই কলেজ আপনাদের, আমি শুধু ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছি। আপনারা সকলে আমাকে সহযোগিতা করেন। এই কলেজকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদেরই এগিয়ে আসতে হবে। আপনাদের মেধা, শ্রম ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। দেশের সামনে যেন, একটি মানসম্মত কলেজ উপহার দিতে পারি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status