ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
ইবি ছাত্রলীগের দখলে থাকা কক্ষে মিলল গ্রেনেড, পিস্তলসহ বিপুল দেশীয় অস্ত্র
ইরফান উল্লাহ, ইবি
প্রকাশ: Sunday, 18 August, 2024, 6:19 PM

ইবি ছাত্রলীগের দখলে থাকা কক্ষে মিলল গ্রেনেড, পিস্তলসহ বিপুল দেশীয় অস্ত্র

ইবি ছাত্রলীগের দখলে থাকা কক্ষে মিলল গ্রেনেড, পিস্তলসহ বিপুল দেশীয় অস্ত্র

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে গ্রেনেড, পিস্তলসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র এবং মদের বোতল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় কয়েকটি আবাসিক হলে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উদ্ধার অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬টি বুলেট, ১টি গ্রেনেড, ১০টি রামদা, ৮টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি হকি স্টিক, ২টি হ্যান্ড স্টিক, ৬টি জিআই পাইপ, ৪৯টি রড, ৩টি লোহার শিক, পটকা বোমা ৩ প্যাকেট, ৫০০ গ্রাম ককটেল বারুদ, ২০০ গ্রাম পেট্রোল, ৩০০ পিচ মার্বেল, ১৯ টি ফাঁকা মদের বোতল , ২টি ফাঁকা ফেনসিডিলের বোতল, ৯টি ইয়াবা স্টিক, ৫টা গাঁজার বাঁশি ও ১০-১২টি যৌননিরোধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে মদের বোতল ও মাদক সেবনের সরঞ্জামগুলো ইবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সমন্বায়ক এস এম সুইট বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের যে রুমগুলো ভেঙেছিল, শুধুমাত্র সেই রুমগুলোতে অভিযান চালিয়ে আমরা এসব দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছি। উদ্ধারকৃত সবকিছু সেনাবাহিনী এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সামনেও আমাদের এই উদ্ধার অভিযান চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদত হোসেন আজাদ বলেন, এই বিষয়ে আমি মন্তব্য করতে রাজি নই। এর আগে এসব বিষয়ে প্রশাসনের কাছে কোনো ইনফরমেশন ছিল না। তাই সেই সময় কোনো অভিযান চালানো সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছেন শিক্ষার্থীরা, এটি ভালো কাজ করছেন তারা। পরবর্তীতে প্রশাসনের নির্দেশ দিলে, আমরা আরো অভিযান চালাবো।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status