ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
যেভাবে পানির বোতল কাজে লাগিয়ে ইংল্যান্ডকে সেমিতে তুললেন পিকফোর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 July, 2024, 1:55 PM

যেভাবে পানির বোতল কাজে লাগিয়ে ইংল্যান্ডকে সেমিতে তুললেন পিকফোর্ড

যেভাবে পানির বোতল কাজে লাগিয়ে ইংল্যান্ডকে সেমিতে তুললেন পিকফোর্ড

টাইব্রেকারে ইংল্যান্ড জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে। নিজেদের পাঁচটি শটেই গোল করেছে ইংলিশরা। অন্যদিকে সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জির শট ফিরিয়ে ইংল্যান্ডের নায়ক গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এভারটনের হয়ে খেলা পিকফোর্ডের পানির বোতলেরও অবদান আছে এই টাইব্রেকার জয়ে!

অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই ইউরোর সেমি-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়েছে থ্রি লায়ন্সদের। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।

টাইব্রেকারে ইংল্যান্ড জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে। নিজেদের পাঁচটি শটেই গোল করেছে ইংলিশরা। অন্যদিকে সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জির শট ফিরিয়ে ইংল্যান্ডের নায়ক গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এভারটনের হয়ে খেলা পিকফোর্ডের পানির বোতলেরও অবদান আছে এই টাইব্রেকার জয়ে!

ভাবছেন কীভাবে? সুইসদের কে কোনদিকে পেনাল্টি নিয়ে থাকেন তা পিকফোর্ডের পানির বোতলের গায়ে খোদাই করে লেখা ছিল। ম্যাচ যে টাইব্রেকারে গড়াতে পারে তা আগেই হয়তো আঁচ করেছিলেন ইংলিশ গোলরক্ষক। তাই হোমওয়ার্কটা ভালোমতোই করেছেন তিনি।

ফুটবলে গোলরক্ষকদের বিভিন্ন কৌশল অবলম্বন নতুন কিছু নয়। কাগজেও অনেক সময় প্রতিপক্ষের খুঁটিনাটি লিখে রাখতে দেখা যায় গোলবার সামলানো সৈনিকদের। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির জেন্স ল্যামেনের সেই বিখ্যাত চিরকুট কাহিনি তো প্রায় সবারই জানা।

তবে তথ্য পানির বোতলে একদম ছাপিয়ে নেওয়ার নজির বোধোদয় পিকফোর্ডই দেখালেন। বলতেই হয়, ইংলিশ গোলরক্ষকের এই বুদ্ধি কাজে দিয়েছে পুরোপুরি। ইংল্যান্ডকে টাইব্রেকার জেতানোর নায়ক যে তিনিই!

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status