ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ মার্চ ২০২৫ ৯ চৈত্র ১৪৩১
বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট, ককটেল বিস্ফোরণ
আজিজ আহমেদ,নোয়াখালী
প্রকাশ: Wednesday, 22 May, 2024, 4:24 PM

বেগমগঞ্জে  চাঁদা না দেওয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট, ককটেল বিস্ফোরণ

বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট, ককটেল বিস্ফোরণ

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় সংখ্যালঘুর বাড়ি ঘরে হামলা ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে উপজেলার কুতুবপুর ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। 

ওই বাড়ির নন্দ দুলাল ভৌমিকদের সাথে কাঞ্চন ভৌমিকদের পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি নন্দ দুলাল বাড়িতে নতুন ঘর নির্মান শুরু করলে কাঞ্চন ভৌমিক ১২ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না দেওয়ায় গতরাতে কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বের সিএনজি অটোরিকশা যোগে একদল কিশোর গ্যাং বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ  করছে।

ভূক্তভোগী নন্দ দুলাল জানান, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আবার কখন তারা হামলা করে বসে। তারা কোন শালিস দরবার মানেনা। আমরা ন্যায় বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য জাফর উল্যাহ স্বপন জানান, বিষয়টি নিয়ে থানায় ও আদালতে মামলা আছে। আমাদের এমপি মহোদয় সমস্যাটি সমাধান করে দিয়েছেন। এর পরও রাতের আধারে এমন হামলার ঘটনা দু:খজনক।

তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত কাঞ্চন ভৌমিক ও তার ছেলে অনিক ভৌমিককে বাড়িতে পাওয়া যায়নি। বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ভূক্তভোগীরা মামলা করলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status