ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 April, 2024, 5:34 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 April, 2024, 6:03 PM

এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

যান্ত্রিক শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু ঘুরে আসার প্রবল ইচ্ছে কম-বেশি সবার মনেই থাকে। কিন্তু ব্যস্ততার জন্য মেলে না অবসর। তাই ছুটি তাদের জন্য নিয়ে আসে প্রশান্তি। এখনও কি এই ছুটিতে বেড়ানোর পরিকল্পনা করেননি? অতিরিক্ত ভিড়ের পর্যটন গন্তব্য এড়িয়ে চলতে চাইলে লেখাটা আপনার জন্য-


এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

রাঙামাটি

পার্বত্য চট্টগ্রামের এই জেলা যেন প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। ঈদের ছুটিতেই যেহেতু ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব, সেহেতু দারুণ এক পরিকল্পনা হতে পারে। এছাড়া জেলার সাজেক ভ্যালি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্থান। পাহাড়ের উপর তুলার মতো মেঘ রাশি উপভোগ করতে যেতে হবে সাজেক ভ্যালিতে। এ জেলার কাপ্তাই লেক আরেকটি দর্শনীয় স্থান। ঝুলন্ত ব্রিজ অথবা তবলছড়ি ঘাট থেকে বোট ভাড়া করে কাপ্তাই লেক, শুভলং ঝরনা, বিজিবি ক্যাম্প, জুম রেস্তোরাঁ, চা-বাগান এগুলোও ঘুরে দেখতে পারেন।


এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

সুন্দরবন

ছয় হাজার বর্গকিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে ঘুরে পেতে পারেন ভিন্ন ভিন্ন স্বাদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল উপকূলীয় এলাকা জুড়ে সুন্দরবনের অবস্থান। তবে ঘুরতে যাওয়ার জন্য খুলনা অংশে যাওয়াই ভালো। সেখানে সম্প্রতি বেশ কয়েকটি দারুণ রিসোর্টও গড়ে উঠেছে। তাছাড়া ট্যুরিস্ট জাহাজ তো রয়েছেই। পদ্মা সেতুর কারণে এখন রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত সুন্দরবনে যেতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না।


এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ

প্রকৃতির নির্মল রসায়নের এক অপরূপ আনন্দধারার দেখা পাবেন যদি আপনি হাওর ভ্রমণে যান। এই সময়ে কখনো খানিক রোদ, আবার বর্ষণ— এ যেন চলতে থাকে কাব্যিক ছন্দে। টাঙ্গুয়ার হাওর প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ। এ হাওর শুধু একটি জলমহাল বা মাছ প্রতিপালন, সংরক্ষণ ও আহরণেরই স্থান নয়, এটি মাদার ফিশারীও বটে। হিজল করচের দৃষ্টিনন্দন সারি এ হাওরকে করেছে মোহনীয়। সুনামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সাহেববাজার ঘাট পর্যন্ত রিকশায়। হাওরে পানি বেশি থাকলে শহরের সাহেব বাড়ি নৌকাঘাট থেকে ইঞ্জিন বোট বা স্পিড বোট যোগে সরাসরি টাঙ্গুয়া যাওয়া যায়।


এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

মহেরা জমিদার বাড়ি

ঢাকার আশেপাশে যারা একটু ঘুরতে চান, তাদের জন্য টাঙ্গাইল সেরা গন্তব্য হতে পারে। টাঙ্গাইলে ঘুরে বেড়ানোর জন্য অনেক জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর মহেরা জমিদার বাড়ি। তিন স্থাপনা বিশিষ্ট এই বাড়ির ভেতরের দিকে বিশাল খাঁচায় বিভিন্ন রকম পাখি পালা হয়। প্রতিটি স্থাপনায় রয়েছে অসাধারণ কারুকার্য করা। এসব কারুকার্য দেখলেই মন ভরে যাবে।


এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

এই সময়ে কোথায় ঘুরে বেড়াবেন

নীলাচল, বান্দরবান

যারা পাহাড় ভালোবাসেন এই বর্ষায় তারা ঘুরে আসতে পারেন নীলাচল থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৬শ’ ফুট উঁচু এ পর্যটন কেন্দ্র। এ জায়গা থেকে মেঘ ছোঁয়া যায়। এ পর্যটন কেন্দ্রে পর্যটকদের থাকার জন্য রিসোর্টও আছে। বান্দরবান শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় তিন কিলোমিটার চলার পরেই হাতের বাঁ দিকে ছোট একটি সড়ক এঁকেবেঁকে চলে গেছে নীলাচলে। এ পথে প্রায় তিন কিলোমিটার পাহাড় বেয়ে তাই পৌঁছাতে হয়। মাঝে পথের দুই পাশে ছোট একটি পাড়ায় দেখা যাবে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের বসবাসও।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status