ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
বাংলাদেশ থেকে কানাডার ভিসা পাবেন যেভাবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 November, 2023, 10:38 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 28 November, 2023, 11:24 PM

বাংলাদেশ থেকে কানাডার ভিসা পাবেন যেভাবে

বাংলাদেশ থেকে কানাডার ভিসা পাবেন যেভাবে

উত্তর আমেরিকার অন্যতম বড় দেশ কানাডা। বিশ্বের লাখ লাখ মানুষের জনপ্রিয় এক গন্তব্যও এই দেশ। প্রত্যেক বছর লাখো মানুষ এই দেশটিতে পাড়ি জমান। দেশটির ৯৫ ভাগের বেশি মানুষ অভিবাসী আর বাকি ৪ দশমিক ৯ ভাগ মানুষ ফার্স্ট নেশন। যে কারণে কানাডাকে অভিবাসীদের দেশও বলা হয়।

বাংলাদেশী অভিবাসন প্রত্যাশী কিংবা ভ্রমণ পিপাসু অনেক মানুষেরও তাই প্রথম পছন্দ উত্তর আমেরিকার এই দেশটি, তবে বেশিরভাগই জানেন না কিভাবে কানাডা-র ভিসা সহজেই পাওয়া যাবে।

কানাডা ভিসা আবেদন কিভাবে করবেন?
কানাডায় সরাসরি অভিবাসী ভিসা কিংবা ভ্রমণ ভিসার জন্য অনলাইনে আবেদন করা যায়। ভিসা আবেদনসমূহের জন্য মূলত নিচের ধাপসমূহ ফলো করতে হবে:

১. অনলাইনে ভিসা আবেদন সম্পন্ন করতে হবে। ভিসা ফরমে আপনার নিজের পেশাগত, ভ্রমণ সংক্রান্ত, পরিবারের তথ্যসমূহ সঠিকভাবে দিতে হবে।
২. কানাডা ভিসা-র জন্য বায়োমেট্রিক দেয়া বাধ্যতামূলক। বাংলাদেশে কানাডা-র বায়োমেট্রিক পার্টনার ভিএফএস গ্লোবালের ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের অফিসের গিয়ে আপনাকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দিতে হবে।
৩. আবেদনের পর সাধারণত ভ্রমণ ভিসার জন্য ১ থেকে ২ মাস এবং অভিবাসী ভিসার জন্য ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে অভিবাসী ভিসার অনেক রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। ভ্রমণ ভিসার জন্য কঠিন কোন শর্ত সাধারণত নেই।
৪. ভিসা এপ্রুভ হলে আপনি ইমেইলেই নোটিফিকেশন পাবেন। এরপর ভিসা এপ্রুভভাল লেটার সহ ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিতে হবে। ১০ দিন পর ভিসা সহ পাসপোর্ট ফেরৎ পাবেন। ভ্রমণ ভিসা সাধারণত ১০ বছরের জন্য ইস্যু করা হয়।

ভ্রমণ ভিসা-র জন্য কী কী যোগাতা থাকতে হবে?
কানাডা ভ্রমণ ভিসার প্রার্থীর ইতিপূর্বে বেশ কয়েকটি দেশে ভ্রমণ থাকলে ভালো। পাশাপাশি আপনার পেশাগত, সামাজিক এবং পারিবারিক টাই থাকতে হবে। এ ছাড়াও একজন আবেদনকারীকে তার অর্থনৈতিক সক্ষমতাও প্রমাণ করতে হয়, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন খুবই গুরুত্বপূর্ণ।

কাদের সহায়তা নিয়ে আবেদন করতে পারবেন?
ঢাকায় বর্তমানে বেশকিছু পেশাদার ভিসা প্রসেসিং কোম্পানি রয়েছে। এগুলোর মধ্যে গুলশানের ‘ভিসা প্রসেসিং সেন্টার’ রয়েছে শীর্ষ অবস্থানে। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আল-মামুন হৃদয় জানান, উন্নত দেশসমূহের ভিসা পাওয়ার জন্য আপনার আগের ভ্রমণ ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। ভালো হয় আপনার আশপাশের কিছু দেশ ভ্রমণ করে এরপর উন্নত দেশের ভ্রমণ ভিসার জন্য আবেদন করলে। ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে কানাডা ভিসা আবেদনের সব তথ্য বিস্তারিত পাওয়া যাবে:  https://visaprocessingcenter.com/canada-visa-from-bangladesh/ 

কানডা ভ্রমণের সঠিক সময় কোনটি?
কানাডা শীত প্রধান দেশ। বছরের একটা বড় সময়ই তাই ঠান্ডা এবং বরফে ঢাকা থাকে। কানাডা ভ্রমণের জন্য উত্তম সময় এপ্রিলের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। বাকি সময়ও আপনি কানাডা ভ্রমণে যেতে পারেন, তবে তখন কেবল শীতকালীন অ্যাকটিভিটি এনজয় করতে হবে।

কানাডা ভ্রমণ ভিসা পাওয়া যেহেতু বেশ সময়সাপেক্ষ, তাই আগামী বছর কানাডা ঘুরতে যেতে চাইলে প্রস্তুতি নিতে হবে এখনই!

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status