বিরলে ৩শ কৃষানীকে দেওয়া হলো বিনামূল্যে সার ও বীজ
দিপংকর রায়,দিনাজপুর
|
দিনাজপুর বিরলে পতিত জমি ও বাড়ীর উঠানে পারিবারিক পুষ্টি বাগানের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। ৩১ মার্চ, রবিবার দুপুরে বিরল উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসএসিপি রেইন্স প্রকল্পের আওতায় ৩শ জন কৃষাণীকে পতিত জমি বা উঠানে পারিবারিক পুষ্টি বাগানের বীজ ও সার সহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। ১ থেকে ২ শতাংশ আকারের এই পুষ্টি বাগানের উপকরণ গুলো হচ্ছে ১২ প্রকার সবজি বীজ, সার, অনুখাদ্য, ১পানি দেওয়ার ঝাঝরি, বীজ সংরক্ষণ ব্যাগ, গার্ডেন নেট ও সাইনবোর্ড সহ অন্যান্য উপকরণ। প্রকল্পটি উপজেলার অসচ্চল, আদীবাসী, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্ত করে প্রতি ইউনিয়নে ২৮ টি কৃষক গ্রুপে মোট ১০ টি ইউনিয়নে কাজ করবে এসএসিপি রেইন্স প্রকল্পটি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |