ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
বিরলে ৩শ কৃষানীকে দেওয়া হলো বিনামূল্যে সার ও বীজ
দিপংকর রায়,দিনাজপুর
প্রকাশ: Sunday, 31 March, 2024, 7:25 PM

বিরলে ৩শ কৃষানীকে দেওয়া হলো বিনামূল্যে সার ও বীজ

বিরলে ৩শ কৃষানীকে দেওয়া হলো বিনামূল্যে সার ও বীজ

দিনাজপুর বিরলে পতিত জমি ও বাড়ীর উঠানে পারিবারিক পুষ্টি বাগানের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। ৩১ মার্চ, রবিবার দুপুরে বিরল উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসএসিপি রেইন্স প্রকল্পের আওতায় ৩শ জন কৃষাণীকে পতিত জমি বা উঠানে পারিবারিক পুষ্টি বাগানের বীজ ও সার সহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। ১ থেকে ২ শতাংশ আকারের এই পুষ্টি বাগানের উপকরণ গুলো হচ্ছে ১২ প্রকার সবজি বীজ, সার, অনুখাদ্য, ১পানি দেওয়ার ঝাঝরি, বীজ সংরক্ষণ ব্যাগ, গার্ডেন নেট ও সাইনবোর্ড সহ অন্যান্য উপকরণ। প্রকল্পটি উপজেলার অসচ্চল, আদীবাসী, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্ত করে প্রতি ইউনিয়নে ২৮ টি কৃষক গ্রুপে মোট ১০ টি ইউনিয়নে কাজ করবে এসএসিপি রেইন্স প্রকল্পটি।

সার ও বীজ সহ উপকরণ বিতরণ অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান (বাবু) ও উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: শাহজাহান আলী, উপসহকারী কৃষি অফিসার ওবাইদুর রহমান, চন্দন কুমার অধিকারী, আব্দুর রহিম সহ অন্যান্য কর্মকর্তা  কর্মচারী বৃন্দ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status