ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি স্থগিত করল ভারত
নতুন সয়ে ডেস্ক
প্রকাশ: Saturday, 23 March, 2024, 5:20 PM

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি স্থগিত করল ভারত

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি স্থগিত করল ভারত

গত ডিসেম্বরে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি স্থগিত করেছিল ভারত। আগামী ৩১ মার্চ ওই স্থগিতাদেশ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন বিবৃতির মাধ্যমে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দিলো দেশটি।

আজ শনিবার (২৩ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সাধারণ নির্বাচনের আগে পেঁয়াজ রফতানির স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে। এতে বিদেশী কিছু বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাবে।

সূত্রটি জানিয়েছে, দেশটির ব্যবসায়ীরা আশা করেছিলেন যে নতুন করে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে না। কারণ রফতানি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে স্থানীয় দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। কিন্তু দেশটির সরকার শুক্রবার এক আদেশ জারি করেছে যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে মুম্বাইভিত্তিক একটি রফতানি সংস্থার নির্বাহী কর্মকর্তা বলেছেন, নতুন মৌসুমের ফসল রফতানি করা না হলে দরপতন ত্বরান্বিত হয়। সেজন্য সরকারের এমন সিদ্ধান্ত আশ্চর্যজনক এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

উল্লেখ্য, ভারতে পেঁয়াজের রাজধানী খ্যাত মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের দাম গত ডিসেম্বরে ছিল সাড়ে চার হাজার রুপি। এখন সেখানে প্রতি ১০০ কেজিতে ১২০০ রূপি কমে এসেছে।

সূত্র : রয়টার্স

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status