ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 March, 2024, 8:34 PM

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে তিনি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট। খবর পিটিআইয়ের।

শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই পাকিস্তানের প্রথম বেসামরিক ব্যক্তি যিনি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

৬৮ বছর বয়সী জারদারি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর যৌথ প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ খান আচাকজাই (৭৫) ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী।

জারদারি ২৫৫ ভোট পেয়েছেন এবং তার প্রতিপক্ষ ১১৯ ভোট পেয়েছেন। ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা জারদারি পাকিস্তানের নিহত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান আচাকজাই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দলটির সঙ্গে যোগ দিয়েছিলেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status