ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
কানাডায় ছুরিকাঘাতে ৬ শ্রীলঙ্কান নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 March, 2024, 1:00 PM

কানাডায় ছুরিকাঘাতে ৬ শ্রীলঙ্কান নিহত

কানাডায় ছুরিকাঘাতে ৬ শ্রীলঙ্কান নিহত

কানাডার রাজধানী অটোয়ায় ছুরিকাঘাতে ছয়জন শ্রীলঙ্কান নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় বুধবারের (৬ মার্চ) এই ঘটনায় প্রাণ হারানোর মধ্যে রয়েছেন চার শিশু ও তাদের মা। বৃহস্পতিবার (৭ মার্চ) বিষয়টি জানিয়ে স্থানীয় পুলিশ বলছে, অটোয়াতে হত্যাকাণ্ডের ঘটনাটি বিরল। খবর রয়টার্সের।

অটোয়ার এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি এই ঘটনাকে ভয়ানক ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন ও নিজের আতঙ্কিত হওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন।

ছুরিকাঘাতে ওই শিশুদের বাবাও আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন, একজন ৩৫ বছর বয়সী মা এবং তার ৭, ৪, ২ বছর ও ২ মাস মাস বয়সী শিশু। এ ছাড়া ওই পরিবারটির পরিচিত ৪০ বছর বয়সী এক ব্যক্তি যিনিও প্রাণ হারিয়েছেন। তবে, এখনও নিহতদের নাম জানা যায়নি।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে অটোয়া পুলিশ প্রধান এরিক স্টাবস বলেন, ‘ নিরীহ মানুষের ওপর চালানো সহিংসতার একটি বুদ্ধিহীন কাজ। পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে পরিবারটির কোনো সম্পর্ক ছিল না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অটোয়ার মেয়র মার্ক সুটক্লিফ লেখেন, ‘শহরের ইতিহাসের সবচেয়ে ভয়ানক ঘটনার মধ্যে এটি একটি।

প্রায় ১০ লাখ মানুষের বাস অটোয়ায়। সেখানে অপরাধের মাত্রা খুবই কম। এমনকি সেখানে হত্যাও খুব কম হয়। শহরটিতে ২০২৩ সালে ১৪ ও ২০২২ সালে ১৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

বুধবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম শহরতলী বারহাভেনের একটি বাড়িতে। রাত ১১টার কিছু আগে জরুরি কলের পর পুলিশ ঘটনাস্থলে যায়।

কানাডায় গণহত্যার ঘটনা বিরল। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে টরন্টোতে একজন ব্যক্তি পাঁচজনকে গুলি করেছিল। তবে পুলিশের গুলিতে নিহত হয়ে ওই ব্যক্তি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status