ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
কুমিল্লা সিটি উপ-নির্বানেে তিন কেন্দ্রে দেড় ঘণ্টায় মাত্র ৯০ ভোট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 9 March, 2024, 10:10 AM

কুমিল্লা সিটি উপ-নির্বানেে তিন কেন্দ্রে দেড় ঘণ্টায় মাত্র ৯০ ভোট

কুমিল্লা সিটি উপ-নির্বানেে তিন কেন্দ্রে দেড় ঘণ্টায় মাত্র ৯০ ভোট

প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে শূন্য হওয়া পদে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার ৯ মার্চ, সকাল ৮টা থেকে নগরীর ২৭টি ওয়ার্ডে ১০৫ কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম দেড় ঘণ্টায় কুমিল্লা নগরীর ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়ে ২০টি। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ৪০৮ জন।  পাশের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে একই সময়ে ভোট পড়েছে ১৫টি। এছাড়াও, নগরীর ৫ নং ওয়ার্ড রিয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৫৫টি। এই তিন কেন্দ্র মিলিয়ে ভোটার রয়েছে ২ হাজারের বেশি।

এবারের কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে লড়ছেন ৪ প্রার্থী। এর মধ্যে ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাককু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা ও হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সকাল থেকেই নগরীর ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ২৮০ জন পোলিং এজেন্ট, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।  

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনকালে নিরাপত্তার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৭ টিমে ৯৩৯ জন র‍্যাব সদস্য, পুলিশের ২৭টি মোবাইল টিমে ১ হাজার ৩৩৯ জন ও ৯টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে। এর বাইরে দুই থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে আছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status