ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনা অমান্য করার কোন সুযোগ নেই: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 30 September, 2023, 9:28 PM

আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনা অমান্য করার কোন সুযোগ নেই: এমপি এনামুল হক

আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনা অমান্য করার কোন সুযোগ নেই: এমপি এনামুল হক

রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আসন্ন নির্বাচনে বাগমারার মানুষ আবারও নৌকা প্রতিককে বিজয়ী করবে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে প্রস্তুত বাগমারাবাসী। শনিবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি। 

প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা দলীয় নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। 

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন মৃধা, আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা আজাহার আলী, মানিক প্রামানিক, আব্দুস সাত্তার, মকছেদ আলী, সজল সরকার, শাহিন আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status