ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
কী কারণে নেতৃত্ব ছাড়লেন তামিম?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 August, 2023, 12:59 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 8 August, 2023, 2:18 AM

কী কারণে নেতৃত্ব ছাড়লেন তামিম?

কী কারণে নেতৃত্ব ছাড়লেন তামিম?

গত রাতে বিসিবি সভাপতির বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম জানিয়ে দিয়েছেন তাঁর ভবিষ্যৎ। খেলা চালিয়ে যাবেন, কিন্তু অধিনায়কত্ব আর করবেন না বলে ঘোষণা দিয়েছেন তামিম। সংবাদ সম্মেলনে তামিমের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে গিয়ে তামিম বলেছেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। আগেও তাঁদের বলেছি যে আমার সমস্যা।’ এরপর তামিম যোগ করেন, ‘ভ্রমণটা দারুণ ছিল, ফলই কথা বলবে। আমি ভালো করেছি। তবে যদি অধিনায়ক থাকতাম, তাহলে স্বার্থপরের মতো হতো। যারা আমাকে চেনে, (তারা জানে) আমি সব সময় দলকে এগিয়ে রাখি। এটিই আমার হয়ে কথা বলবে।’

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর নিজ শহর চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরদিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর দেড় মাসের ছুটি নিয়ে সপরিবার চলে যান দুবাইয়ে। সেখান থেকেই লন্ডনে গিয়ে ডাক্তার দেখিয়ে গত সোমবার বিকেলে তামিম দেশে ফিরেছেন। ফিরে এসে ঘোষণা দিলেন নেতৃত্ব ছাড়ার। নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে তামিম প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন বলেও জানালেন।

এরপর জানালেন, চোট নিয়েও যতদিন সম্ভব খেলাটা চালিয়ে যাবেন। তবে এশিয়া কাপে খেলতে পারবেন না। তাঁর জায়গায় যিনই অধিনায়ক হয়ে আসুন না কেন, তামিমের পূর্ণ সহযোগিতা পাবেন। এ বিষয়ে তামিম বললেন, ‘আমি খেললে যদি একাদশে থাকি, তাহলে আমার তরফ থেকে অধিনায়ককে সহায়তা করব।’

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status