ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
কাতারে কুমিল্লা সমিতির আত্মপ্রকাশ
কাজী শামীম, কাতার
প্রকাশ: Friday, 12 May, 2023, 9:26 PM

কাতারে কুমিল্লা সমিতির আত্মপ্রকাশ

কাতারে কুমিল্লা সমিতির আত্মপ্রকাশ

কাতারে বসবাসরত কুমিল্লার ১৭ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত হয়েছে কুমিল্লা সমিতি কাতার। মোহাম্মদ সালাউদ্দিনকে সভাপতি, আরিফুর রহমান মজুমদারকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক কাজী মোঃ শামীমকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়। 

কাতার বাংলাদেশ কমিউনিটির ১নং সহ সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু নব গঠিত কুমিল্লা সমিতি কাতার এর আংশিক কমিটি ঘোষণা করেন।

কুমিল্লা সমিতি কাতার এর নবনির্বাচিত সভাপতি হলেন মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন সোহাগ, সহ সভাপতি মোহাম্মদ কালাম, সহ সভাপতি রেজাউল করিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাইজীদ হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির খান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী মোহাম্মদ শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ। পরবর্তীতে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

পরে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী শামীম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, এন টিভি সাংবাদিক আমিনুল হক কাজল, এখন টিভি সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, বাংলাভিশন সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন, বাংলা টিভি সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, যমুনা টেলিভিশনের আবু হানিফ রানা, কাতার প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি আশরাফুল ইসলাম, কাতার ভোলা সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ পাটোয়ারী প্রমুখ। 

সাংবাদিকদের মধ্যেই আরও উপস্থিত ছিলেন, ডিবিসি আমিন ব্যাপারী, আহসান উল্লাহ সজীব, সাদ্দাম হোসেন, সজল মালাকার, মহিউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে কাতারে বসবাসরত কুমিল্লার ১৭ উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী ও কাতার বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এসময় নবগঠিত কুমিল্লা সমিতির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করেন ও অভিনন্দন জানান বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এছাড়া কাতারস্থ চট্টগ্রাম সমিতি, ফেনি সমিতি, ভোলা সমিতি, বরিশাল সমিতি ও প্রবাসী কল্যাণ সংস্থাসহ আরও বেশ কয়েকটি সামাজিক ও আঞ্চলিক সংগঠন। 

বক্তারা বলেন, প্রবাসে সামাজিক সংগঠন গুলো আর্ত মানবতার সেবায় কাজ করে, বিশেষ করে জেলা ভিত্তিক সংগঠন গুলো প্রবাসীদের বিপদেআপদে পাশে থাকে। সামাজিক সংগঠন ও সমিতি গঠনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠে প্রবাসের মাটিতে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status