ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
আজ ঢাকায় আসছেন আরেক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 January, 2023, 10:09 AM
সর্বশেষ আপডেট: Friday, 20 January, 2023, 11:11 AM

আজ ঢাকায় আসছেন আরেক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা

আজ ঢাকায় আসছেন আরেক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা

বৈশ্বিক নারী ইস্যুবিষয়ক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাটরিনা ফোটোভ্যাট চার দিনের সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয় জানায়, ক্যাট ফোটোভ্যাট ২১ থেকে ২২ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন। সেখানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাট ফোটোভ্যাট আগামী ২৩ জানুয়ারি ঢাকায় সরকার, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ও এই অঞ্চলে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া তিনি বাল্যবিয়ে কমিয়ে আনা এবং দক্ষতা উন্নয়নবিষয়ক একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। যুক্তরাষ্ট্র দূতাবাস ও ব্র্যাক যৌথভাবে ওই প্রকল্প নিয়েছে।

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাট ফোটোভ্যাটের এই সফর চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে তৃতীয় সফর।

এর আগে এ মাসে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখ ও পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এ শোলেটেরও শিগগিরই ঢাকা সফরের বিষয়ে আলোচনা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status