বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থায় রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রজেক্টে (রেইজ) কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম
কো-অর্ডিনেটর
পদসংখ্যা
০১টি
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অথবা অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএসই, ইইই, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
উন্নয়ন সংস্থায় অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স
সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন
চুক্তিভিত্তিক
কর্মস্থল
বগুড়া
বেতন ও সুযোগ-সুবিধা
মাসে বেতন ৬০ হাজার টাকা। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।