নতুন সময় ডেস্ক
|
![]() এই বৃদ্ধের সন্ধান চান মিম বুধবার (৩ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে একটি ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি দেখা যাচ্ছে লুঙ্গি পড়ার কারণে তার কাছে টিকিট বিক্রি করা হয়নি। এতে মর্মাহত হয়েছেন লোকটি। জিজ্ঞাসা করা হয় টিকিট বিক্রি করেননি, সিনেমা কেমনে দেখবেন। উত্তরে বৃদ্ধ বলেন, টিকিট বেচে নাই, সিনেমা দেখবো না। বৃদ্ধের ভিডিওর পেছনে দেখা যাচ্ছে পিছনে পরাণ সিনেমার পোস্টার টানানো। ভিডিওটি ছাড়ারপর থেকে নেইট দুনিয়ার লোকজন নেতিবাচক মন্তব্য করছে। ভিডিওটি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ভেরিফাইডে পেইজে শেয়ার করে ক্যাপশনে লিখেন, এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। |