ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
নলডাঙ্গায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Thursday, 27 November, 2025, 4:34 PM

নলডাঙ্গায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নলডাঙ্গায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় “মা ও শিশু সহায়তা কর্মসূচি—বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক পৌরসভা কমিটির এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নলডাঙ্গা আয়োজিত এবং Supporting Implementation of Mother and Child Benefit Program, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরকে নির্দেশিকার বিভিন্ন দিক, বাস্তবায়ন কৌশল এবং মা–শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষায় কর্মসূচির ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমি আখতার।

প্রশিক্ষণে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. মোঃ জুনায়েদ হোসেন লেনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সুমন সরকার সমাজসেবা কর্মকর্তা,মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, “যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা”—এই মূলমন্ত্রে পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, পুষ্ট ও দক্ষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status