|
মিস ইউনিভার্স মালিকদের বিরুদ্ধে জালিয়াতি, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ
নতুন সময় ডেস্ক
|
![]() মিস ইউনিভার্স মালিকদের বিরুদ্ধে জালিয়াতি, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ মিস ইউনিভার্স প্রতিযোগিতা একসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকলেও ২০২২ সালে এটি কিনে নেন থাই ব্যবসায়ী অ্যান জাকাপং জাকরাজুতাতিপ এবং তার প্রতিষ্ঠান জে কে এন গ্লোবাল। থাই গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অ্যান জাকাপং এ সপ্তাহে ব্যাংককের একটি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জে কে এন গ্লোবালে ৩০ মিলিয়ন বাথ (প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার) বিনিয়োগসংক্রান্ত বিরোধে আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। বর্তমানে তার অবস্থান অজানা বলেও জানিয়েছে আদালত। ২০২৩ সাল থেকেই জে কে এন গ্লোবালের বড় ধরনের আর্থিক সংকট দেখা দেয়। বিনিয়োগকারীদের অর্থ পরিশোধে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে কম্পানি দেউলিয়া সুরক্ষার জন্য আদালতে আবেদন করে। আনুমানিক ৩ বিলিয়ন বাথ (প্রায় ৯২.৬ মিলিয়ন ডলার) ঋণ রয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। এ বছরের শুরুতেই থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জে কে এন গ্লোবালকে আর্থিক বিবরণীতে ‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ প্রকাশের অভিযোগে ৪ মিলিয়ন বাথ জরিমানা করে। তদন্তে উঠে আসে, ২০২৩ সালের অক্টোবরে তারা মেক্সিকান ব্যবসায়ী রাউল রোচা কান্তুর কাছে মিস ইউনিভার্সের ৫০ শতাংশ শেয়ার বিক্রির বিষয়টি বিনিয়োগকারীদের কাছে গোপন রেখেছিল। এসইসির সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির সব পদ থেকে ইস্তফা দেন অ্যান জাকাপং। তবে তিনি এখনো কম্পানির একজন শেয়ারহোল্ডার। সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও তিনি অনুপস্থিত ছিলেন। এবার প্রতিযোগিতাটির নতুন অংশীদার রাউল রোচা কান্তুকে ঘিরে আরো গুরুতর অভিযোগ উঠেছে। মেক্সিকোর প্রসিকিউটররা জানিয়েছেন, কান্তু মেক্সিকো ও গুয়াতেমালার মধ্যে মাদক, অস্ত্র ও জ্বালানি পাচারের সঙ্গে সে জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় ১৩ জনকে ইতোমধ্যে অভিযুক্ত করা হয়েছে। যদিও কান্তুর নাম এখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্তদের তালিকায় নেই। ২২ নভেম্বর শেষ হওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি শুরু থেকেই বিতর্কে ছিল। এ বছর প্রতিযোগিতায় অনিয়ম, পক্ষপাতিত্ব এবং রিগিংয়ের অভিযোগ ওঠে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
