|
মালাইকার প্রেম নিয়ে গুঞ্জন
নতুন সময় ডেস্ক
|
![]() মালাইকার প্রেম নিয়ে গুঞ্জন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে মালাইকাকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। এরপর থেকেই শুরু হয় জোর গুঞ্জন। সেই পুরুষ হলেন তরুণ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। এই কনসার্টের পর থেকেই তাদের প্রেমের খবর ছড়াতে থাকে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো মুম্বাই বিমানবন্দরে। যদিও অভিনেত্রী এবং তার কথিত প্রেমিক একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিতে চাননি, তবে শেষ রক্ষা হয়নি। গত বুধবার বিকেলে মালাইকা ও হর্ষ প্রায় একই সময়ে একই টার্মিনালে উপস্থিত হন। মালাইকা কিছুটা এগিয়ে ছিলেন, আর হর্ষকে ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরে তার পিছু নিতে দেখা যায়। পার্কিং এরিয়ায় পৌঁছে দু'জনকে একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা আগে গাড়িতে বসেন এবং কয়েক সেকেন্ড পরেই হর্ষ মেহতা একই গাড়িতে প্রবেশ করেন। এই দৃশ্য তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
