ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
হঠাৎ স্থগিত আরেকটি কনসার্ট, ঘটনা কী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 November, 2025, 12:09 PM

হঠাৎ স্থগিত আরেকটি কনসার্ট, ঘটনা কী

হঠাৎ স্থগিত আরেকটি কনসার্ট, ঘটনা কী

শুধু পাকিস্তানি গায়ক আলী আজমত নয়, এবার ঢাকায় ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনও দর্শকদের সামনে হাজির হচ্ছেন না। আগামী ১২ ডিসেম্বর অনুব জৈনর কনসার্ট হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন। ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট। 

প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে, বর্তমানে আমাদের দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিট হোল্ডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে এবং যখন আমরা সংশ্লিষ্ট সবার পূর্ণ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারব, তখন এই শোটি আয়োজন করা হবে। ইভেন্টের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

তবে কনসার্টটি স্থগিত হওয়ায় টিকিটের মূল্য ফেরত নিয়ে দর্শকদের মধ্য উদ্বেগ দেখা গেছে। এ নিয়ে প্রতিষ্ঠানটি লিখেছে, যারা টিকিটের মূল্য ফেরত নিতে ইচ্ছুক, তাদের জন্য আমরা শিগগিরই রিফান্ড পলিসি বা নীতিমালা ঘোষণা করব। পরবর্তী আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।

অনুব জৈনর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’, ‘যো তুম মেরি হো’, ‘হুসন’। গত আগস্টে কোক স্টুডিও ভারতের জন্য গাওয়া এই শিল্পীর ‘আরজ কিয়া হ্যায় কি’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পায়।

এর আগে ১৪ নভেম্বর নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টও স্থগিত হয়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। কনসার্টের আয়োজনে ছিল অ্যাসেন কমিউনিকেশন।

অ্যাসেন কমিউনিকেশনের প্রধান নির্বাহী আনন্দ চৌধুরী গণমাধ্যমকে জানান, ঈদের পর আয়োজনটি করার চিন্তাভাবনা করছেন তারা।

এদিকে আগামী কয়েক সপ্তাহে ঢাকায় একাধিক আন্তর্জাতিক শিল্পীর কনসার্ট রয়েছে। এর মধ্যে পাকিস্তানি ব্যান্ড জাল, কাবিশ ও আতিফ আসলামের কনসার্ট রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status