|
গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কোনাবাড়ী এলাকার বাবুর্চি মোড়ে (আমবাগ বার্বুচি মোড়) বাহারের ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি আরও জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
