| 
			
							
			
			 মীরসরাইয়ের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি উখিয়া থেকে গ্রেফতার 
			
			রফিক মাহমুদ, উখিয়া 
			
			
			 | 
		
			
			![]() মীরসরাইয়ের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি উখিয়া থেকে গ্রেফতার শনিবার (০২ নভেম্বর) বিকেলে র্যাব-৭ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে উখিয়ার জালিয়াপালং সোনারপাড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে তাকে আটক করা হয়। র্যাবের বরাতে জানা যায়, গত ০১ অক্টোবর মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া এলাকায় শিশুটি তার বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকাকালীন সময় ঘটনার শিকার হয়। ঘটনার পর আসামি মকবুল পালিয়ে যায়। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসক পরীক্ষায় নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন। শিশুর বাবা বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন। র্যাব-৭ বিষয়টি খতিয়ে দেখে ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, আসামি দাড়ি কেটে ছদ্মবেশে কক্সবাজারের উখিয়ার পাহাড়ি এলাকায় অবস্থান করছে। এরপর র্যাবের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক সাংবাদিকদের বলেন, “আমরা শিশু নির্যাতনের মতো ভয়ংকর অপরাধের কোনো ছাড় দেব না। আসামি পলাতক থাকলেও আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। গ্রেফতারের পর আমরা তাকে দ্রুত আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি। র্যাব শিশুর নিরাপত্তা ও অপরাধ দমন নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।” গ্রেফতারকৃত মকবুল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া (হামজার টিলা) এলাকার মৃত হামিদের ছেলে।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
