|
ভুরুঙ্গামারীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
|
![]() ভুরুঙ্গামারীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৩ নভেম্বর) বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের ডিডিএম কম্পোনেন্টের উদ্যোগে ইফাদ ও রাইমস এর সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার ভার্চুয়ালী কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এর আগে ডিডিএম কম্পোনেন্ট জি.আই.এস স্পেশালিষ্ট আসিফ মাহমুদ অনিক বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন তথ্য চিত্র উপস্থাপন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত"র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন । এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপ-সহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
