| 
			
							
			
			 বাউফলে জামিনে বের হয়ে মামলার বাদীর ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ 
			
			মোঃ আল আমিন আকন  
			
			
			 | 
		
			
			![]() বাউফলে জামিনে বের হয়ে মামলার বাদীর ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার আদাবারিয়া ইউনিয়নের মাধবপুর গ্রাম ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে বাবুল শিকদারের ওপর প্রতিপক্ষরা অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক পিটিয়ে মাথা ও পায়ে গুরুতর জখম করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত বাবুলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   আহত বাবুল শিকদার বগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত মুজাফফর শিকদারের ছেলে ও পেশায় একজন ব্যবসায়ী। চিকিৎসকদের বরাতে জানা গেছে, হামলায় তার মাথা ও মস্তিষ্কে আঘাত লেগে চাড়া ফেটে গেছে এবং ডান পায়ের আঙুল ভেঙে গেছে।   বাবুল শিকদার অভিযোগ করে বলেন, তার সঙ্গে প্রতিবেশী মৃত মোকলেসুর রহমানের ছেলে হৃদয় ও তার পরিবারের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা জোরপূর্বক তার জমি দখল করে রেখেছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।   গত ২৩ অক্টোবর সকালে মামলার আসামি হৃদয়, আব্দুর রহমান, কবির হোসেন, আবুল হোসেন, সাইফুল, নয়ন ও সুরভী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত হৃদয়, আব্দুর রহমান ও কবির হোসেনকে কারাগারে পাঠান এবং বাকিদের জামিন মঞ্জুর করেন।   বিকেলে জামিনে বের হওয়া আসামিরা স্থানীয় ভূমিদস্যু রহিম খানের নেতৃত্বে বাবুল শিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। আহতের পরিবার জানায়, হামলার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীরা পুনরায় হত্যা ও ব্যবসা ধ্বংসের হুমকি দিচ্ছে। ভয়ে তিনি ঘর বন্দী হয়ে আছেন। এ ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   স্থানীয়রা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ রকম কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
