|
গাজীপুরে কারখানায় ভাঙচুর, ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() গাজীপুরে কারখানায় ভাঙচুর, ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা গেলো শুক্রবার রাতে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আবুল কালাম আজাদ শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ২৩ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে কারখানার বিভিন্ন ইউনিটে ভাঙচুর চালান। ভাঙচুর করা হয় দামি উৎপাদন মেশিন, ল্যাপটপ, মনিটরসহ নানা আসবাবপত্র। এ বিষয়ে ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, একেকটি মেশিনের দাম প্রায় দেড় কোটি টাকা। তাছারা শতাধিক ল্যাপটপ ও মেশিনের মনিটর ভাঙচুর করা হয়েছে। বেতন পরিশোধের পরও শ্রমিকেরা টানা তিন দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। কারখানার ক্ষতির পরিমাণ আনুমানিক শত কোটি টাকা বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ মামলায় উল্লেখ করেছেন, শ্রমিকেরা ভাঙচুর করে প্রায় শত (৯৮কোটি) কোটি টাকার ক্ষতিসাধন করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর উপজেলার গাজীপুর ইউনিয়ন নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকার এএ ইয়ার্ন মিলস লিঃ কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ভাংচুর চালান। পরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ২৭ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে কারখানা খোলার দাবিতে পরপর তিন দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
