| 
			
							
			
			 পেকুয়ার পুকুরে ডুবে নুরী জান্নাত মোঃ হাসান দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু  
			
			নিজামুল ইসলাম নিজাম, পেকুয়া 
			
			
			 | 
		
			
			![]() পেকুয়ার পুকুরে ডুবে নুরী জান্নাত মোঃ হাসান দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু  নিহত নুরী জান্নাত ও হাসান উপজেলার টৈইটং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৌলভী হাছানের জুম এলাকার মোহাম্মদ নুরুল আমিনের সন্তান।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত নুরী জান্নাত ও মোঃ হাসান মায়ের সাথে তাদের খালার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে খাওয়া শেষ করে খালার বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। খেলাধুলার এক ফাঁকে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। পরে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।  এদিকে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
