|
এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক অভিযানটি তত্ত্বাবধান করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ একরামুল হোসাইন। গত বুধবার রাতে এনায়েতপুর বেরিবাঁধ ঘাটসংলগ্ন সার কারখানার সামনে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— ১। মোঃ শাহজাহান আলী (৪৫), পিতা-মোঃ রইচ উদ্দিন, সাং-চর কাপনা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম। ২। মোঃ শহর আলী (৩২), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-অষ্টোআশিরচর, থানা ও জেলা-কুড়িগ্রাম। ৩। মোঃ আব্দুল মালেক (৫৬), পিতা-মৃত হাচেন মিস্ত্রি, সাং-ভগবতীপুর, থানা ও জেলা-কুড়িগ্রাম। ৪। মোঃ মোজাম্মেল সরকার (৬০), পিতা-মৃত খবির উদ্দিন সরকার, সাং-তেবাড়িয়া চর, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ। গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার ৩০/১০/২০২৫ তারিখে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
