ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
বৈচিত্র্য আর সম্প্রীতির রঙে রঙিন পাহাড়ি বাজার
​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি
প্রকাশ: Saturday, 1 November, 2025, 11:36 AM

বৈচিত্র্য আর সম্প্রীতির রঙে রঙিন পাহাড়ি বাজার

বৈচিত্র্য আর সম্প্রীতির রঙে রঙিন পাহাড়ি বাজার

পাহাড়ি জনপদের জীবনযাত্রা শত বৈচিত্র্যে ভরা, আর তার প্রতিচ্ছবি মেলে হাটের দিনে। সপ্তাহের নির্দিষ্ট এই দিনটিতে যেন এক টুকরো উৎসব নেমে আসে পাহাড়ি বাজারগুলোতে। দূর-দূরান্তের দুর্গম পথ পাড়ি দিয়ে পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর সদস্যরা আসেন তাঁদের নিজেদের হাতে জুমচাষে উৎপাদিত ফল, বাহারি শাক-সবজি, আর স্থানীয় পণ্য নিয়ে। এটি কেবল বেচাকেনার স্থান নয়, পাহাড়ি এবং স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর মধ্যে এক চমৎকার মেলবন্ধনের ক্ষেত্রও।

​হাটের দিন ভোর হতেই পাহাড়ি জনপদগুলো থেকে মানুষের ঢল নামে বাজারের দিকে। কোনো কোনো বিক্রেতাকে হেঁটে আসতে হয় মাইলের পর মাইল কঠিন চড়াই-উতরাই পথ। কষ্টকর হলেও এই হাটের আকর্ষণ তাদের টেনে আনে। তাঁদের ঝুড়ি ভরে থাকে পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত বিভিন্ন ফল (যেমন: আনারস, কলা, পেঁপে, আদা, হলুদ), এবং পাহাড়ের নিজস্ব জাতের সবজিতে। সমতলের বাজারের চেয়ে এখানকার অনেক পণ্যই স্বাদে-গন্ধে অন্যরকম, যা ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয়।

​পাহাড়ি বাজারের এক কোণে বসে ফল বিক্রি করছিলেন চাকমা জনগোষ্ঠীর সত্তরোর্ধ্ব বৃদ্ধা পলাশ চাকমা। তিনি বলেন, নদীর পথ পানি কমে যাওয়ায় হাঁটতে এখন বেশি কষ্ট হয়। তাও হাটে আসি। এখানে সবার সাথে দেখা হয়, গল্প হয়, আর দু'টো পয়সা পাই। পাহাড়ি-বাঙালির সম্প্রীতির মিলনমেলা এই বাজারগুলো যুগ যুগ ধরে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মিলনস্থল হিসেবে পরিচিত। ক্রেতা-বিক্রেতার সম্পর্কের বাইরেও এখানে তৈরি হয়েছে এক আন্তরিক সামাজিক বন্ধন। বাঙালি ক্রেতারা যেমন পাহাড়িদের উৎপাদিত পণ্যের কদর করেন, তেমনি পাহাড়ি বিক্রেতারাও তাদের ক্রেতাদের সাথে গড়ে তোলেন দীর্ঘদিনের সুসম্পর্ক।

বৈচিত্র্য আর সম্প্রীতির রঙে রঙিন পাহাড়ি বাজার

বৈচিত্র্য আর সম্প্রীতির রঙে রঙিন পাহাড়ি বাজার

​স্থানীয় স্কুলশিক্ষক এবং এই বাজারের নিয়মিত ক্রেতা আবদুর রহিম বলেন, পাহাড়ি ভাই-বোনদের হাতে ফলানো জিনিসের স্বাদই আলাদা। অনেক বছর ধরে এই বাজার থেকেই কিনি। হাটের দিনে আমরা সবাই একসাথে হই, এটাই আমাদের এখানকার ঐতিহ্য আর সম্প্রীতি। ​এই বাজার শুধু অর্থনীতির চাকা ঘোরায় না, এটি পাহাড়ি সংস্কৃতিরও ধারক। এখানে বেচাকেনার পাশাপাশি পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, কারুশিল্প ও খাদ্যের পসরা বসে। একে অপরের সংস্কৃতি জানার, বোঝার ও সম্মান জানানোর এক দারুণ সুযোগ সৃষ্টি হয় এই হাটে।

​শত বৈচিত্র্য আর দূরত্বের বাধা পেরিয়ে এই পাহাড়ি বাজারগুলো আজও সজীব। পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম, পরিশ্রম এবং তাদের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের পাশাপাশি এই বাজারের উষ্ণ সম্পর্ক স্থানীয়ভাবে সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status