|
ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে ম্যাচ শেষে নাবি মুম্বাইয়ের ২২ গজ সিক্ত হয়েছে ভারতের রেকর্ডরাঙা জয়ের নায়ক জেমাইমার চোখের জলে। এক ইনিংসেই এক জীবনের মহাকাব্য লিখে ২৫ বছর বয়সি জেমাইমার উপলব্ধি, সব কিছুই ঈশ্বরের চিত্রনাট্য। ক্রিকেটবিশ্বের প্রশংসায় সিক্ত ভারতীয় ব্যাটারকে আলাদাভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নারী দলের তারকা পেসার মারুফা আক্তার। জবাবে জেমাইমা বলেছেন, মারুফা গোটা দুনিয়ার মেয়েদের প্রেরণা। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আট দলের মধ্যে সপ্তম হলেও মারুফার আগুনে বোলিং নজর কেড়েছে সবার। ২০ বছর বয়সি এই পেসারের সংগ্রামী জীবনের গল্পও এখন অনেকের জানা। গত পরশু রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে মারুফা লিখেছেন, ‘জেমি দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আশা করি, আপনি আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আরও বড় সাফল্য অর্জন করবেন। ফাইনালের জন্য রইল শুভকামনা।’ মারুফার পোস্টের মন্তব্য বিভাগে জেমাইমা লিখেছেন, ‘অনেক ধন্যবাদ মারুফা। তুমি নিজেই বড় এক অনুপ্রেরণা। তুমি যা করেছ, তা বাংলাদেশের ও পুরো বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’ পরস্পরকে প্রশংসায় ভাসানো দুই ক্রিকেটারের দেখা হতে পারে আগামী মাসে। সব ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলতে ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
