ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 November, 2025, 10:39 AM

ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে

ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে

নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে স্বাগতিক ভারতকে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন জেমাইমা রদ্রিগেজ। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৩৩৮ রান ভারত টপকে যায় নয় বল ও পাঁচ উইকেট হাতে রেখে। মেয়েদের বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। 

ম্যাচ শেষে নাবি মুম্বাইয়ের ২২ গজ সিক্ত হয়েছে ভারতের রেকর্ডরাঙা জয়ের নায়ক জেমাইমার চোখের জলে। এক ইনিংসেই এক জীবনের মহাকাব্য লিখে ২৫ বছর বয়সি জেমাইমার উপলব্ধি, সব কিছুই ঈশ্বরের চিত্রনাট্য। 

ক্রিকেটবিশ্বের প্রশংসায় সিক্ত ভারতীয় ব্যাটারকে আলাদাভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নারী দলের তারকা পেসার মারুফা আক্তার। জবাবে জেমাইমা বলেছেন, মারুফা গোটা দুনিয়ার মেয়েদের প্রেরণা। 

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আট দলের মধ্যে সপ্তম হলেও মারুফার আগুনে বোলিং নজর কেড়েছে সবার। ২০ বছর বয়সি এই পেসারের সংগ্রামী জীবনের গল্পও এখন অনেকের জানা। গত পরশু রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে মারুফা লিখেছেন, ‘জেমি দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আশা করি, আপনি আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আরও বড় সাফল্য অর্জন করবেন। ফাইনালের জন্য রইল শুভকামনা।’ 

মারুফার পোস্টের মন্তব্য বিভাগে জেমাইমা লিখেছেন, ‘অনেক ধন্যবাদ মারুফা। তুমি নিজেই বড় এক অনুপ্রেরণা। তুমি যা করেছ, তা বাংলাদেশের ও পুরো বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’ 

পরস্পরকে প্রশংসায় ভাসানো দুই ক্রিকেটারের দেখা হতে পারে আগামী মাসে। সব ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলতে ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status