|
ট্রাইব্যুনাল বয়কট করে গাজীপুরে যুবলীগের মিছিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() ট্রাইব্যুনাল বয়কট করে গাজীপুরে যুবলীগের মিছিল যুবলীগের ব্যনারে হওয়া মিছিলটিতে নেতাকর্মীরা স্লোগান দেন গাজীপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। তাছারা ব্যানারে লিখিত উল্লেখ ছিলো অবৈধ ট্রাইব্যুনাল মানিনা মানবোনা। নানা স্লোগানে মিছিলটি ১৫-২০মিনিট স্থায়ীত্ব পায় বলে এলাকাবাসি সূত্রে জানা গেছে। এ সংক্রান্ত তিনটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে পোস্ট করা হয়েছে। মিছিল শেষে দ্রুত নেতাকর্মীরা মহাসড়ক ত্যাগ করে সঁটকে পড়েন। এদিকে সড়কে নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান হোয়াটসএ্যাপ কলে জানিয়েছেন, খবর পেয়েছি খুঁজতেছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
