|
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুকের মৃত্যু পথ চারি আমিনুল জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার পৌরসভা কালীবাড়ি এলাকায় ভিক্ষা করাকালীন সময়ে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বিকাল আড়াই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের ডা মেহেদী হাসান জানান, আমরা চেষ্টা করেও ফেরাতে পারিনি। মাথায় প্রচন্ড আঘাত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালে রাখা ছিল। থানা ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, নিহতের পরিবারের অপেক্ষা করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
