|
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাকিলাকুড়া বিএনপির পথসভা ও গণসংযোগ
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
|
![]() রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাকিলাকুড়া বিএনপির পথসভা ও গণসংযোগ বুধবার (২৯ অক্টোবর সন্ধ্যা ৭ টায়, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি নেতা বায়েজিদ ইসলামের উদ্যোগে অনুষ্ঠান পালিত হয়। কাকিলাকুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুর রহিম দুলাল, সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো: কাশেম তালুকদার, সঞ্চালনা করেন, ইউনিয়ন বিএনপি নেতা সাহেব আলী রিপন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।যার মাধ্যমে প্রতিটি পরিবার স্বল্পমূল্যে নিত্যপণ্য, চিকিৎসা ও শিক্ষাসহ মৌলিক সেবা পাবে। এছাড়া এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনার ১৭ বছর ভোট দিতে পারেন নাই, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন, এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার করতে। সভায় এলাকার বিভিন্ন পেশাজীবী, তরুণ ভোটার, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
