ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে র‍্যাবের জালে স্বামী আটক
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 30 October, 2025, 1:34 PM

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে র‍্যাবের জালে স্বামী আটক

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে র‍্যাবের জালে স্বামী আটক

গাজীপুরে স্বামী কর্তৃক গৃহবধুকে পারিবারিক কলহের জেরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি উত্তম চন্দ্র দাস(৫৭)’কে বিশেষ অভিযানে গাজীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ এর চৌকস দলের সদস্যরা।

গত ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ অনুমান ০৯টার দিকে জিএমপি, গাজীপুর সদর থানাধীন উত্তর বিলাসপুর মোবারক হোসেন এর বাড়ী আসামি উত্তম চন্দ্র দাস এর বর্তমান ঠিকানার বাসার ভিতর থেকে মামলার প্রধান আসামি উত্তম চন্দ্র দাস(৫৭) কে গ্রেপ্তার করা হয়।

সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ী এলাকার মৃত লালু লাল রাজভরের সন্তান। গ্রেপ্তার ব্যক্তি গাজীপুরের সদর থানার উত্তর বিলাসপুর মোবারক হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে অস্থায়ী বসবাস করতেন। সেখানে স্ত্রী রনু রানী রায় (৪৭) কে হত্যা করে পালিয়ে যায়। র‍্যাব এক বিজ্ঞপ্তিতে এসব জানায় নতুন সময়কে।

র‍্যাব জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী'র গলায় লুঙ্গী পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ মেঝেতে ফেলে রেখে রুমের বাহির হতে দরজা বন্ধ করে আসামি পালিয়ে যায়।

ওই ঘটনার সংবাদ পেয়ে জিএমপি, গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় ভিকটিম এর বড় ভাই শ্রী রনজিত লাল রাজভর(৬৮) বাদী হয়ে জিএমপি, গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন।

যা জিএমপি, গাজীপুর সদর থানার মামলা নং-৬৫, তারিখঃ ২৪/১০/২০২৫ ইং, ধারাঃ ৩০২ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়ঃ অদ্য ২৮ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক বিকেল সোয়া ৬টায় র‌্যাব-১ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি এবং বিশ্বস্ত সোর্স  এর তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি উত্তম চন্দ্র দাস(৫৭) জিএমপি, গাজীপুর সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকায় আত্মগোপনে আছে।

সংবাদের ভিতিত্তে র‌্যাব-১ এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে আসামি উত্তম চন্দ্র দাস(৫৭)’কে ২৮ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক সারে ৭টায় জিএমপি, গাজীপুর সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তখন আসামীর নিকট হতে নগদ ৩২০০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র‍্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status