|
১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার সরোয়ার বলেন, “আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন সেই মামলার আসামি। তাই আমি আর তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যেতে পারব না।” পরে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, “আমি নিজেই গুমের অভিযোগে মামলা করেছি, যার মধ্যে এই ১৫ জনের একজন আসামি হিসেবে রয়েছেন। বার কাউন্সিলের আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে আমি তাদের পক্ষে দাঁড়াতে পারব না। তাই নিজেকে মামলার পক্ষ থেকে প্রত্যাহার করেছি।” সূত্র জানায়, ব্যারিস্টার সরোয়ার হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ তিনজন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন, তাদেরই একজন বর্তমানে গ্রেপ্তারকৃত ১৫ সেনা কর্মকর্তার মধ্যে আছেন। এর আগে বুধবার (২২ অক্টোবর) তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ওই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন। প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের আমলে টিএফআই ও জেআইসি সেলে সংঘটিত গুম, আটক ও নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় মোট ২৪ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হন। সেনা সদর দপ্তর ১৫ জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি ১১ অক্টোবর নিশ্চিত করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
