মোহাম্মদপুর বিশেষ অভিযানে ৭১ জনকে গ্রেফতার অন্যদিকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আদাবরের শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে ৭১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মোহাম্মদপুর ও আদাবর থানা-পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প এবং তাজমহল রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।মেহেদীবাগ এলাকায় অভিযান চালায় আদাবর থানা-পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় ২০ জনকে।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার আসামিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী