ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি গঠনের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 March, 2025, 1:57 PM

আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি গঠনের অভিযোগ

আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি গঠনের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের লোক দিয়ে নারান্দী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এনে মানববন্ধন করেছে উপজেলার নারান্দী বাসী। শনিবার (২২ মার্চ) বিকেলে নারান্দী উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে এই মানববন্ধন হয়।

জানা যায়, কমিটিতে মোঃ আছাদ রেজাকে সভাপতি, এ এইচ এম মোস্তাফিজুর রহমানকে সাধারণ শিক্ষক সদস্য, ছাইদুর রহমান মেনুকে অভিভাবক সদস্য ও স্কুলের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।

অভিযোগ উঠেছে, নারান্দী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আসাদ রেজা ও শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের দোসর। স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হক যোগসাজসে অভিযুক্তদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আর এ কারণে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা।

অভিযোগ করে নারান্দী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহমান বলেন, নারান্দী ইউনিয়নের মধ্যে নারান্দী গ্রামটি অনেক বড়। স্কুলের প্রধান শিক্ষক গ্রামের কারও সাথে কোন পরামর্শ না করে অন্ধকারে ঢিল ছুড়ে এই কমিটি করে। এখানে যারে সভাপতি বানানো হয়েছে সে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে বিভিন্ন প্রোগ্রামে সে উপস্থিত থাকতেন। সে একজন দালাল। তার গ্রামটি স্কুল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কারও সাথে পরামর্শ না করে ওই লোকটাকে সভাপতি বানানোর পেছনে কোন কারন আছে বলে আমাদের ধারণা।

অ্যাডভোকেট আবুল কালাম আসাদ বলেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগ দোসরকে সভাপতি করেছে। এই জন্যই আজকে প্রতিবাদ করছি। কমিটির পদত্যাগ দাবি করছি। ওই কমিটিতে শিক্ষক প্রতিনিধিও আওয়ামী লীগের দোসর। সভাপতি আসাদ রেজা আওয়ামী লীগের সাবেক এমপি’র সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয় আওয়ামী লীগের কর্মীসভায়ও গিয়েছেন।

প্রধান শিক্ষক নাজমুল হক সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি করার ক্ষমতা প্রধান শিক্ষকের না। অ্যাডভোকেট আসাদ রেজা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আর তাকে সভাপতি বানানো না বানানো আমার কাজ না। কমিটি দেওয়া হয়েছে ৯ মার্চ। আর শিক্ষক কোন দলের অন্তর্ভুক্ত না যখন যেই সরকার আসে তার পক্ষেই কাজ করতে হয়।

অ্যাডভোকেট আছাদ রেজা বলেন, আমি জেলা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র সদস্য। আমি কিভাবে আওয়ামী লীগের দোসর হলাম। যদি আওয়ামী লীগ করতাম তাহলে দল তো আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতো। এইগুলো অপপ্রচার। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই গুলো করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status