‘বিয়ের পর জানতে পারি স্ত্রীর অন্যত্র সম্পর্ক আছে’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘বিয়ের পর জানতে পারি স্ত্রীর অন্যত্র সম্পর্ক আছে’ আমার বয়স ২৫ বছর। পারিবারিকভাবে বিয়ে করেছিলাম। বিয়ের পর জানতে পারি স্ত্রীর অন্যত্র সম্পর্ক আছে। সে পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়ে করেছিল। আমি খুব ভেঙে পড়েছি। স্ত্রী আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছে। কী করবো? উত্তর: যেহেতু আপনাদের বিয়ে পারিবারিকভাবে হয়েছে সেহেতু পারিবারিকভাবেই এ সমস্যার সমাধান করতে হবে। উভয় পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার স্ত্রীর সাথে বসতে হবে। উনাকে বোঝাতে হবে যে, আপনাদের বিয়েটা ভেঙে দিলে আপনার উপর অবিচার করা হবে। কারণ আপনি উনার অন্যত্র সম্পর্কের কথা জানতেন না। তাছাড়া একটা বিয়ে ভেঙে যাওয়ার পরে উনার যার সাথে সম্পর্ক ছিলো, সে বা তার পরিবার উনাকে সহজভাবে মেনে নেবে কিনা সেটাও বিবেচনার বিষয়। আপনাকে এ ব্যাপারে ধৈর্য্য ধরতে হবে। আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা যদি তীব্র হয়, তাহলে উনিও একসময় আপনাকে ভালোবাসতে শুরু করবেন এবং উনার অতীত সম্পর্ক উনাকে আর প্রভাবিত করতে পারবে না। মাইন্ডফুল মেডিটেশন এবং প্রাণীজ আমিষ জাতীয় খাবার আপনাকে চাঙা করতে সাহায্য করবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |