পাকিস্তানে রেলস্টেশনে আত্মঘাতী হামলায় নিহত ২৬, আহত ৬২
নতুন সময় ডেস্ক
|
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এতে আরও কমপক্ষে ৬২ জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ এবং হাসপাতাল কর্মকর্তারা। শনিবার সকাল ৯ টার দিকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা রেলওয়ে স্টেশনে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস প্ল্যাটফরমে এসে পৌঁছালে যাত্রীরা ট্রেনটিতে ওঠার জন্য জড়ো হচ্ছিলেন, এ সময়েই ঘটে বিস্ফোরণ। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াসিম বেগ জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে এবং আরও ৬২ জন আহত হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। কোয়েটা বিভাগের কমিশনার হামজা শাফকাত বলেছেন, বিস্ফোরণটি একটি ‘আত্মঘাতী হামলা’ ছিল। এ বিস্ফোরণে বেসামরিক নাগরিকদের পাশাপাশি আইন প্রয়োগকারী সদস্যরাও নিহত হয়েছেন। শাফকাত আরও জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই রাজ্যের বাস স্টেশনগুলো সর্তকতা ও অন্যান্য রেলওয়েকে স্টেশনগুলো বন্ধ করার এবং ট্রেন পরিষেবা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বেলুচিস্তানের পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম জাহ আনসারি বলেছেন, রেলওয়ে স্টেশনে বিস্ফোরণে প্রধান টার্গেট ছিল পদাতিক স্কুলের সেনা সদস্যরা। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি তাৎক্ষণিক এক বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “নিরীহ বেসামরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত কাপুরুষোচিত এবং নিন্দনীয় কাজ। এ হামলার সঙ্গে সংশ্লিষ্টদের যত শিগগির সম্ভব আইনের আওতায় আনা হবে।” এদিকে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বার্তা সংস্থা রয়টার্সকে ইমেল করা এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। প্রসঙ্গত, বিএলএ পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিরাপদ আশ্রয়স্থল থেকে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। গোষ্ঠীটি এটি প্রায়শই পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বেসামরিক এবং বিদেশি নাগরিকদের ওপর আক্রমণ চালায়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |