শুস্থ জাতি গঠনে খেলা ধুলার গুরুত্ব অপরিসীম: ড. খন্দকার মারুফ হোসেন
নতুন সময় প্রতিবেদক
|
দাউদ কান্দি উপজেলার সুন্দুলপুর হাইস্কুল মাঠে মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন- একটি সুস্থ জাতি গঠনে খেলা ধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে অবাধ তথ্য প্রবাহের যুগে তরুন সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে হলে খেলা ধুলার কোন বিকল্প নাই। আজকের টুর্নামেন্ট আয়োজকদের প্রশংসা করে ড. মারুফ আরো বলেন, বিগত পনের বছরে দূর্নীতিবাজ আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকান্ড সহ সকল প্রকার অনৈতিক কর্মকান্ডে যুব সমাজকে ব্যবহারকরে দাউদ কান্দি কে একটি দলীয় সন্ত্রাসী রাজ্যে পরিনত করেছে। তিনি বলেন বিএনপি তে কোন সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাই নাই। তাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলোকে বেশি বেশি ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করতে হবে। খেলা ধুলায় ছাত্র যুব সমাজকে ব্যস্ত রাখতে হবে। তা হলেই একটি সুস্থ জাতি হিসাবে তরুন সমাজ দেশের উন্নয়নে তাদের অবদান রাখতে পারবে বলে ড. মারুফ আশাবাদ ব্যক্ত করেন। মনোমুগ্ধকর ফুটবল ম্যাচটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদদীন আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোঃ সেলিম, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, জেলা যুব দলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন আহমেদ, যুব দলের সদস্য সচিব রোমান খন্দকার, আয়োজকদের মধে অন্যতম সালাহ উদ্দিন ভুইয়াসহ আরো অনেক নেতৃ বৃন্দ মন্চে উপস্থিত ছিলেন। সুন্দুলপুর একাদশ ও গয়েশপুর একাদশের মধ্যে চরম উত্তেজনা পূর্ণ এই ফুটবল ফাইনাল ম্যাচটিতে দেশী-বিদেশী খেলোয়াড়গন অংশ গ্রহণ করে হাজার হাজার দর্শকদের মন জয় করে ব্যাপক আনন্দ প্রদান করেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |