ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
বিআইজেএফ’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2024, 4:01 PM

বিআইজেএফ’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিআইজেএফ’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দায়িত্ব গ্রহণের পর আমাদের মূল লক্ষ্য ছিল স্বচ্ছ্বতা, জবাবদিহিতা, সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক চর্চা এবং সদস্যদের মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা। সেই সাথে সদস্য কল্যাণে কাজ করা। এই দুই বছরে আমরা চেষ্টা করেছি আর্থিক বিষয়টিকে সম্পূর্ণরূপে নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিকভাবে পরিচালনা করার। সদস্য পদ প্রদান হতে শুরু করে  সকল সাংগঠনিক সিদ্ধান্তে আমরা গুরুত্ব দিয়েছি সংবিধানকে এবং কার্যনির্বাহী সদস্যদের সংখ্যা গরিষ্ঠ মতামতকে। সেই সাথে সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করণে আমাদের অফিসিয়াল ফেসবুক ছিল উন্মুক্ত। জবাবদিহিতা নিশ্চিত করণে বাৎসরিক এজিএমগুলোর আয়োজন ছিল নিয়মিত।

বিআইজেএফ’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: শেষ হলো বর্তমান কমিটির মেয়াদ, শিগগিরই  হচ্ছে নির্বাচন

সদস্যদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের পেশাদার সাংবাদিকদের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় অল্প সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছেন সদস্যরা।

সভাপতি নাজনীন নাহারের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায়  রাজধানীর কারওয়ান বাজারস্থ ভিশন ২০২১ টাওয়ারের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ভূঁইয়া মোহাম্মাদ ইনাম লেনিন।

সংগঠনের বার্ষিক সব কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাব্বিন হাসান।

নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভা, বৈঠকের সিদ্ধান্ত নথিভুক্ত, আর্থিক বিষয়ে স্বচ্ছ্বতা, সদস্যপদ প্রদানে সংগঠনের গঠনতন্ত্রের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণসহ সাংগঠনিক কার্যক্রমকে অংশগ্রহণমূলক করা ছাড়াও দেশে প্রথমবারে মতো ই-বর্জ্য দিবস পালন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও পরিবর্তন-বিষয়ক সংসদীয় আয়োজনে অংশীজন হিসাবে মত প্রকাশের মতো জাতীয় ইস্যুতে  অংশগ্রহণ, বিভিন্ন সমস্যায় সহযোগী হয়ে সদস্যদের জন্য প্রতিবাদ, বন্যাকবলিত জনগোষ্ঠীর পাশে দাড়াঁনোসহ সদস্যদের দক্ষতা উন্নয়নে নেওয়া প্রশিক্ষণ কার্যক্রমের কথা জানান তিনি।

সাধারণ সম্পাদক সাব্বিন হাসান বলেন, চলতি কার্যনির্বাহী কমিটি সংগঠনের যে অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন ও তা যথাসাধ্য ক্যাশলেস করার ক্ষেত্রে কমিটি হতে গৃহীত সব পদক্ষেপ গুরুত্বের সঙ্গে সম্পাদন করেছে।

নিজেদের প্রথম লক্ষ্য ছিল কোষাধ্যক্ষের পদকে সক্রিয়, কার্যকর ও দৃশ্যমান করা। ফলে সাধারণ সদস্যদের কাছে আর্থিক স্বচ্ছ্বতার বিষয়টি সুস্পষ্ট হয়। সদস্যদের দক্ষতা উন্নয়নসহ ইন্ডাস্ট্রির ইনক্লুশনে বর্তমান কার্যনির্বাহী কমিটির উদ্যোগ ও প্রাপ্তির কথা জানান সাধারণ সম্পাদক।

বিধি অনুযায়ী, জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ সময়ের অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম।

তিনে বলেন, হিসাব-নিকাশে যথাসাধ্য স্বচ্ছ্বতা নিশ্চিত করেছি আমরা। বর্তমান কমিটি আর্থিক লেনদেনে শতকরা ৯০ ভাগ কার্যক্রম ব্যাংকের মাধ্যমে সম্পাদন করেছে। সব ধরনের হিসাব-নিকাশ যথাযথ প্রক্রিয়ায় লিপিবদ্ধ। আর্থিক লেনদেন সম্পর্কিত সব প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি সংরক্ষণ করা হয়েছে। আর্থিক প্রতিবেদনের ওপর আলোচনা শেষে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্ব সম্মতিক্রমে পাস করানো হয়। বিদ্যমান নিরীক্ষা প্রতিষ্ঠান এনকে রয় অ্যান্ড কোং দিয়ে পরবর্তী আর্থিক হিসাব নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়।

সভায় দুই তৃতীয়াংশের বেশি সদস্যদের উপস্থিতিতে কণ্ঠভোটে উপস্থাপিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ। বিবিধ অ্যাজেন্ডায় সংগঠনের বিভিন্ন বিষয়সহ আসন্ন নির্বাচন বিষয়ে খোলামেলা মত প্রকাশ করেন সদস্যরা। সংগঠনের স্বার্থ সংক্রান্ত অন্যান্য বিষয়েও সভায় উন্মুক্ত আলোচনায় সদস্যরা অংশ নেন।

সংগঠনেরগতিশীলতার জন্য বিভিন্ন বিষয়েউপকমিটিকে আরও শক্তিশালী  করেতাদের সক্রিয় করা, সদস্যদের সাংবাদিকতারমান উন্নয়নে সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত বিভিন্ন ধরনের  সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা, বর্তমান কার্যনির্বাহী কমিটি আর্থিক লেনদেনে যে স্বচ্ছ্বতা দেখিয়েছে, এর ধারাবাহিকতা রক্ষা করাসহ বিভিন্ন গঠনমূলক মতামত উঠে এসেছে সদস্যদেরআলোচনায়।

সভাপতি নাজনীন নাহার বলেন, ২০২২ সালে সদস্য ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর আমাদের মূল লক্ষ্য ছিল স্বচ্ছ্বতা, জবাবদিহিতা, সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক চর্চা এবং সদস্যদের মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা। সেই সাথে সদস্য কল্যাণে কাজ করা। এই দুই বছরে আমরা চেষ্টা করেছি আর্থিক বিষয়টিকে সম্পূর্ণরূপে নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিকভাবে পরিচালনা করার। সদস্য পদ প্রদান হতে শুরু করে  সকল সাংগঠনিক সিদ্ধান্তে আমরা গুরুত্ব দিয়েছি সংবিধানকে এবং কার্যনির্বাহী সদস্যদের সংখ্যা গরিষ্ঠ মতামতকে। সেই সাথে সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করণে আমাদের অফিসিয়াল ফেসবুক ছিল উন্মুক্ত। জবাবদিহিতা নিশ্চিত করণে বাৎসরিক এজিএমগুলোর আয়োজন ছিল নিয়মিত। আয়োজনে  সদস্যদের উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, আমরা সদস্যদের আন্তরিক সহযোগিতায় ২১ বছরের সংগঠনের প্রথমবারের মত একটি কল্যাণ তহবিল তৈরি করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি সাংগঠনিকভাবে গণতান্ত্রিক চর্চাকে সক্রিয় রাখতে। আশা করছি, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আজকের আয়োজন আমাদের এই মেয়াদের শেষ আয়োজন। খুব শিগগিরই আমরা নির্বাচনের ঘোষণা দিয়ে দিবো। কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদ ও সদস্যকে সক্রিয় ও কার্যকর করাই ছিল লক্ষ্য। বিআইজেএফকে সাংগঠনিকভাবে সংগঠিত ও সুদৃঢ় করতে নিরলস পরিশ্রম করেছে কার্যনির্বাহী কমিটি। ভবিষ্যতে নির্বাহী কমিটিতে যারা আসবেন, তারা যেনো এমনই ধারাবাহিকতা রাখতে পারেন সেই প্রত্যাশাই করছি।

সভায় সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিমন এবং নির্বাহী সদস্য ইমদাদুল হকসহ সংগঠনদের দুই-তৃতীয়াংশ সদস্য অংশ নিয়েছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status