ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 9:51 PM

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি

দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বিগত কয়েকদিন যাবৎ বিদেশি একটি নম্বর থেকে হোয়াটস অ্যাপে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট থানায় বুধবার সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর - ১৬১১। 

জিডিতে উল্লেখ করা যায় যে, প্রথমে ১৬ নভেম্বর এবং পরে ২৬ নভেম্বর তিন দফায় হুমকিস্বরূপ বার্তা দেওয়া হয় শাওন সোলায়মানকে। প্রথমবারের হুমকি বার্তায় লেখা হয় - "শাওন সাহেব, আপনি খুব বেশি বাড়াবাড়ি করতেছেন ইদানিং। ভাববেন না যে নতুন সরকার থাকায় কেউ আপনার কোন ক্ষতি করতে পারবে না। সময় একদিন আমাদেরও আসবে। সবকিছুর হিসেব তখন নেওয়া হবে। সেই সময় আসার আগেই সাবধান হয়ে যান। বেশি সাংবাদিকতা ভালো না।

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি


এবার শুধু সতর্ক করলাম। নিজের যত্ন নিয়েন, সাবধানে থাকবেন। আপনি আমাদের নজরে আছেন।" সবশেষ বার্তায় লেখা হয়,  আপনি তো কথা শুনলেন না। সেই ঝামেলাই করলেন। এখন যা হবে তার জন্য আপনিই দায়ী। সাবধানে থাকবেন। লেখালেখির খুব শখ না আপনার? ফেসবুকে লেখেন, পত্রিকায় লেখেন, আপনার লেখা বন্ধ করতেছি দাড়ান"। 

এ বিষয়ে শাওন সোলায়মান বলেন, প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেইনি। কিন্তু পরবর্তীতে আবারও এমন হুমকি দেওয়ায় থানায় জিডি করেছি। নিজের এবং পরিবারের জানমাল নিয়ে কিছুটা শংকিতই আমি এখন।

প্রসঙ্গত, সাংবাদিক শাওন সোলায়মান ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন মূল ধারার গণমাধ্যমে প্রতিবেদক হিসেবে কাজ করছেন। এর মাঝে যুগান্তর, বাংলানিউজ, একুশে টেলিভিশন এবং কালবেলা রয়েছে। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status