ছাত্র আন্দোলনে হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কোনাবাড়ী আ'লীগের দুই নেতা গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 16 October, 2024, 4:14 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরে হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কোনাবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি ও সহ-সভাপতি'কে গ্রেফতার করেছে 'ডিএমপি' উত্তরা র্যাব-১ এর সদস্যরা।
গতকাল রাত ৯টা ৪০মিনিটের দিকে র্যাব-১ উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র্যাবের মিডিয়া সহকারী পরিচালক মাহফুজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায় গত জুলাই-আগস্টে ছাত্রদের বৈষম্য বিরোধী কোটা আন্দোলন'কে দমানোর জন্য দেশ ব্যাপি অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাসীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় ছাত্র জনতার উপর মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে প্রকাশ্যে ছাত্রদের উপর নির্মমভাবে গুলি করার ভিডিও ফুটেজ এবং এজাহারের কপি পর্যালোচনার মাধ্যমে আসামী সনাক্ত করে র্যাব। পরবর্তীতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য র্যাব-১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এর প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে র্যাব-১ উত্তরা, ঢাকার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের হৃদয় হত্যাকান্ডে অভিযুক্ত কোনাবাড়ী আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুর রহমান মাস্টার(৪৯), উত্তরা ৪ নং সেক্টরে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ডিএমপি, উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরের ৫নং সড়কের ২২নং বাসা, সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সামনে পাঁকা রাস্তার পার্শ্ব হতে কোনাবাড়ী থানার মৃত আজম আলীর ছেলে এ্যাডঃ মোঃ আব্দুর রহমান মাস্টার (৪৯) কে গ্রেপ্তার করে।
এরপর কেনাবাড়ী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি একই এলাকার মৃত আলেক মিয়ার ছেলে মোঃ আনিছুর রহমান মাস্টার (৪৮), ঢাকা থেকে কক্সবাজার পালানোর সময় উত্তরা থেকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য উপাত্ত বিশ্লেষন করে গ্রেপ্তার আসামীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমান পেয়েছে র্যাব সদস্যরা।
পরে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান।